এবার লোকসভায় উঠছে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা প্রতিবাদ!

কলকাতা: পার্শ্ব শিক্ষকদের অবস্থান বিক্ষোভ মঞ্চে হাজির হয়ে রাজ্য বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ আজ দুপুর ব্যারাকপুরে বিজেপি সাংসদ পৌঁছে যান বিকাশ ভবনের অদূরে পার্শ্ব শিক্ষকদের অবস্থান মঞ্চে৷ সেখানে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন তিনি৷ রাজ্যকে চ্যালেঞ্জ জানিয়ে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা দিল্লিতে তুলে ধরবেন বলে জানিয়েছেন অর্জুন সিং৷ আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের পাশে থাকার

ac219437fa6e0ca3a328e7d6adf8fa90

এবার লোকসভায় উঠছে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা প্রতিবাদ!

কলকাতা: পার্শ্ব শিক্ষকদের অবস্থান বিক্ষোভ মঞ্চে হাজির হয়ে রাজ্য বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ আজ দুপুর ব্যারাকপুরে বিজেপি সাংসদ পৌঁছে যান বিকাশ ভবনের অদূরে পার্শ্ব শিক্ষকদের অবস্থান মঞ্চে৷ সেখানে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন তিনি৷ রাজ্যকে চ্যালেঞ্জ জানিয়ে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা দিল্লিতে তুলে ধরবেন বলে জানিয়েছেন অর্জুন সিং৷

আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে অর্জুন সিংহ জানিয়েছেন, আগামী শীতকালীন অধিবেশনে গোটা বিষয়টি তিনি লোকসভায় তুলবেন৷ পার্শ্ব শিক্ষকদের বেতন দেওয়ার জন্য কেন্দ্র সরকার কত টাকা রাজ্যকে দিয়েছে, তাও জানতে চাইবেন বলেও জানিয়েছেন ব্যারাকপুরের এই সংসদ৷

পার্শ্ব শিক্ষকদের মঞ্চ থেকে দাঁড়িয়ে সাংসদের ঘোষণা, ‘‘যতদিন না পর্যন্ত শিক্ষকদের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলনের পাশে আছি৷ আমি আগামী অধিবেশনে লোকসভায় বিষয়টি তুলব৷ জানতে চাইব, কেন ওঁদের বঞ্চনার শিকার? কেন্দ্র টাকা দেয় না বলা হচ্ছে৷ আমি জানতে চাই, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কত টাকা দিয়েছে, সেই তথ্য প্রকাশে আসলে বোঝা যাবে আদতে কতটা প্রতারণার শিকার হয়েছেন পার্শ্বশিক্ষকরা৷’’

আজ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ডাকা অবস্থান মঞ্চে হাজির হন সাংসদ জগন্নাথ সরকার, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, কবি মন্দাক্রান্তা সেন-সহ বিশিষ্টরা৷ গত সোমবার বিকাশভবনের সামনে লাগাতার ধর্না কর্মসূচিতে বসেছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ৷ কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে বিকাশভবন চত্বরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার পার্শ্ব শিক্ষক৷ আদালতের শর্ত অনুযায়ী বিকাশভবনের ১০০মিটারের মধ্যে ক্যাম্প করে অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষকদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *