এবার বিধায়ক পদটাও গেল অর্জুনের, নজরে দিল্লি

বারাকপুর: আস্থা ভোটে পরাজয়ের পর ভাটপাড়া পুরসভার সিংহাস হারিয়েছেন অর্জুন সিং৷ এবার বিধায়ক তকমাও হেলায় হারালেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো দাপুটে নেতার৷ পরপর দু’টি গুরুত্বপূর্ণ পদ জলাঞ্জলি দিয়ে অর্জুনের নজরে দিল্লি৷ লক্ষ্য সাংসদ৷ সাংসদ হওয়ার দৌড়ে টিকা থাকার কারণে নিয়ম অনুযায়ী বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি৷ শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিধানসভায় গিয়ে অধ্যক্ষ

এবার বিধায়ক পদটাও গেল অর্জুনের, নজরে দিল্লি

বারাকপুর: আস্থা ভোটে পরাজয়ের পর ভাটপাড়া পুরসভার সিংহাস হারিয়েছেন অর্জুন সিং৷ এবার বিধায়ক তকমাও হেলায় হারালেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো দাপুটে নেতার৷ পরপর দু’টি গুরুত্বপূর্ণ পদ জলাঞ্জলি দিয়ে অর্জুনের নজরে দিল্লি৷ লক্ষ্য সাংসদ৷ সাংসদ হওয়ার দৌড়ে টিকা থাকার কারণে নিয়ম অনুযায়ী বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি৷

শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন ভাটপাড়ার এই বিধায়ক৷ তৃণমূলের টিকিট না পেয়ে মুকুল বাড়ি হয়ে বিজেপির কেন্দ্রীয় অফিসে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান অর্জুন৷ বিজেপিতে নাম লিখিয়ে বারাকপুর কেন্দ্রে লোকসভার টিকিট নিশ্চিত করে নেন৷ বিজেপি নাম লেখাতেই ভাটপাড়া পুরসভার আস্থা ভোটে হেরে চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন অর্জুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − four =