শ্যামাপ্রসাদ স্মরণে এবার তৃণমূল সরকার, জারি বিজ্ঞপ্তি

কলকাতা: রাজনৈতির ভাবে লড়াই জারি থাকলেও সৌজন্যের নয়া নজির গড়তে চলছে তৃণমূল পরিচালিত বাংলার সরকার৷ পরপর দু’বছর ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা তথা বিজেপির আদর্শ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হবে পশ্চিমবঙ্গ সরকার৷ West Bengal Government will observe the death anniversary of Dr. Shyama Prasad Mukherjee tomorrow. pic.twitter.com/ljKmrsi8v8 — ANI (@ANI) June 22, 2019 তৃণমূল সূত্রের

শ্যামাপ্রসাদ স্মরণে এবার তৃণমূল সরকার, জারি বিজ্ঞপ্তি

কলকাতা: রাজনৈতির ভাবে লড়াই জারি থাকলেও সৌজন্যের নয়া নজির গড়তে চলছে তৃণমূল পরিচালিত বাংলার সরকার৷ পরপর দু’বছর ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা তথা বিজেপির আদর্শ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হবে পশ্চিমবঙ্গ সরকার৷

তৃণমূল সূত্রের খবর, রবিবার সকালে শোভনদেব চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার কেওড়াতলা শ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন৷ জানাবেন শ্রদ্ধা৷ রাজ্য সরকারের তরফেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হবে৷ গত বছর রাজ্য সরকার শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায় স্মরণে বিশেষ কর্মসূচি পাল করেছিল৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেশপ্রেমিক হিসেবেই বর্ণনা করে তাঁর ৬৫ তম মৃত্যুবার্ষিকী পালন করে তৃণমূলও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + three =