এবার গৃহঋণ দেবে বাংলার সরকার! সিদ্ধান্ত মন্ত্রিসভায়

কলকাতা: বসতি বা ঠিকা ভাড়াটিয়াদের গৃহ নির্মাণ সমস্যা দূর করতে ঋণ দেবে রাজ্য সরকার৷ বাংলার বাড়ি প্রকল্পে সহায়তা করবে রাজ্য৷ কলকাতা ও হাওড়া পুরসভার অ্যাসেসমেন্ট রোলে নাম থাকলেই এই সুবিধা মিলবে৷ এ মর্মে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে বলে খবর৷ মন্ত্রিসভার অনুমোদনের পর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ঘর করতে বাংলার বাড়ি

এবার গৃহঋণ দেবে বাংলার সরকার! সিদ্ধান্ত মন্ত্রিসভায়

কলকাতা: বসতি বা ঠিকা ভাড়াটিয়াদের গৃহ নির্মাণ সমস্যা দূর করতে ঋণ দেবে রাজ্য সরকার৷ বাংলার বাড়ি প্রকল্পে সহায়তা করবে রাজ্য৷ কলকাতা ও হাওড়া পুরসভার অ্যাসেসমেন্ট রোলে নাম থাকলেই এই সুবিধা মিলবে৷ এ মর্মে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে বলে খবর৷

মন্ত্রিসভার অনুমোদনের পর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ঘর করতে বাংলার বাড়ি প্রকল্পে সহায়তা দেবে রাজ্য সরকার৷ ঠিক হয়েছে, অন্তত ২৮৫ বর্গ ফুট বাড়ি করার ক্ষেত্রে মিলবে সুবিধা৷

পুরমন্ত্রী জানিয়েছে, বিধানসভায় সংশোধনী নেওয়া হয়েছিল আগেই৷ বসতি উন্নয়ন করতে গেলে সংশোধনী দরকার ছিল৷ কলকাতা ও হাওড়ায় বেশি বসতি রয়েছে৷ কিন্তু, ভাড়াটিয়ারা ঘর করতে বা ঘর সংস্কার করতে ঋণ পান না এখন৷ সেই সমস্যা সমাধানের জন্য ঠিকা লিজি হতে হবে৷ এতে কলকাতা বা হাওড়া পুরসভায় আবেদন করতে পারবেন৷ ভাড়াটিয়ারাও এতে এগোতে পারবে৷ ঠিকা টেন্যান্ট হিসেবে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, তাঁরা ঠিকা লিজির মর্যাদা পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =