এবার অনুব্রতর দুর্গে কাটমানি ফেরত চেয়ে নেতার বাড়িতে জনতার ধর্না

বোলপুর: এবার অনুব্রতর দুর্গে কাটমানি ফেরত চেয়ে নেতার বাড়িতে জনতার ধর্না৷ ঘটনাস্থল বীরভূমের পাড়ুই৷ কাটমানির টাকা ফেরতে চেয়ে পঞ্চায়েতের প্রধান সিরাজুল শাহ ও বুথ সভাপতি দেব মুখোপাধ্যায় সহ গ্রামের অন্যান্য তৃণমূল নেতৃত্বের বাড়ির সামনে ধর্না স্থানীয়দের৷ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আর্থি দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্নায় বসেন শ’দুয়ের বাসিন্দা৷ পঞ্চায়েতের দিঘা গ্রামে ১০০ দিনের কাজ থেকে

এবার অনুব্রতর দুর্গে কাটমানি ফেরত চেয়ে নেতার বাড়িতে জনতার ধর্না

বোলপুর: এবার অনুব্রতর দুর্গে কাটমানি ফেরত চেয়ে নেতার বাড়িতে জনতার ধর্না৷ ঘটনাস্থল বীরভূমের পাড়ুই৷ কাটমানির টাকা ফেরতে চেয়ে পঞ্চায়েতের প্রধান সিরাজুল শাহ ও বুথ সভাপতি দেব মুখোপাধ্যায় সহ গ্রামের অন্যান্য তৃণমূল নেতৃত্বের বাড়ির সামনে ধর্না স্থানীয়দের৷

তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আর্থি দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্নায় বসেন শ’দুয়ের বাসিন্দা৷ পঞ্চায়েতের দিঘা গ্রামে ১০০ দিনের কাজ থেকে শুরু করে জব কার্ড কেড়ে নেওয়ার মতো অভিযোগ উঠেছে৷ পুকুর কাটিয়ে শ্রমিকদের টাকা নিয়েও প্রতারণা করার অভিযোগ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুটের অভিযোগ উঠেছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে৷

গ্রামবাসীরা অভিযোগ, হুমকি দিয়ে প্রায় প্রতিটি বিষয়েই তাঁদের কাছ থেকে কাটমানি নিয়েছেন পঞ্চায়েত প্রধান ও স্থানীয় নেতারা৷ আজ সকাল থেকেই কাটমানি ফেরতের দাবিতে বুথ সভাপতির বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা৷ বুথ সভাপতিকে ঘেরাও করেন উত্তেজিত জনতা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান পঞ্চায়েত প্রধান৷ হাজির হয় পাড়ুই থানার বিরাট পুলিশ বাহিনীও৷ ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই পঞ্চায়েত প্রধান সংবাদিকদের হুমকি দেন বলেও অভিযোগ৷ পরে গ্রামবাসীদের সম্মিলিত অভিযোগের সামনে নতি স্বীকার করেন পঞ্চায়েত প্রধান সিরাজুল শাহ ও বুথ সভাপতি৷

অন্যদিকে, কাটমানি খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক সংঘর্ষ ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো সহ একাধিক অভিযোগে সিউড়ি থানা ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *