এবার দপ্তর ধরে ধরে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: প্রশাসনিক বৈঠক থেকেই একাধিক দপ্তরের কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকের মধ্যেই দপ্তর ধরে ধরে ক্ষোভপ্রকাশ করেন মমতা৷ আর তার জেরেই এবার প্রতিটি দপ্তর ধরে ধরে পর্যালোচনা বৈঠক শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে, আগামী ১৮ জুন পূর্ত দপ্তরে পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে৷ বৈঠকে থাকবেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস-সহ দপ্তরের সব চিফ

এবার দপ্তর ধরে ধরে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: প্রশাসনিক বৈঠক থেকেই একাধিক দপ্তরের কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকের মধ্যেই দপ্তর ধরে ধরে ক্ষোভপ্রকাশ করেন মমতা৷ আর তার জেরেই এবার প্রতিটি দপ্তর ধরে ধরে পর্যালোচনা বৈঠক শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী৷

জানা গিয়েছে, আগামী ১৮ জুন পূর্ত দপ্তরে পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে৷ বৈঠকে থাকবেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস-সহ দপ্তরের সব চিফ ইঞ্জিনিয়ার থেকে সচিবদেরও ডাকা হয়েছে৷ নবান্নের সভাঘরে ওই বৈঠক হওয়ার কথা৷ বৈঠকে বসেই নেওয়া হবে সমস্ত কাজের খতিয়ান৷ কোথায়, কোন রাস্তা খারাপ, তার তালিকাও করতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eight =