এবার কেন্দ্রীয় বাহিনীর উপর নজরদারি করবে তৃণমূল!

কোচবিহার: কোচবিহারের গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনীর উপর নজরদারি চালাবে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠানো হবে। তার ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে নালিশ করা হবে। গত বুধবারই কোচবিহারে এসে পৌঁছছে কেন্দ্রীয় বাহিনী। তারা পানিশালা, ঘুঘুমারি, হরিণচওড়া সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

c5a84799a266e2515400548388dccc8a

এবার কেন্দ্রীয় বাহিনীর উপর নজরদারি করবে তৃণমূল!

কোচবিহার: কোচবিহারের গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনীর উপর নজরদারি চালাবে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠানো হবে। তার ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে নালিশ করা হবে।

গত বুধবারই কোচবিহারে এসে পৌঁছছে কেন্দ্রীয় বাহিনী। তারা পানিশালা, ঘুঘুমারি, হরিণচওড়া সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পানিশালায় দলীয় কার্যালয়ে বৈঠক করার সময়েও দেখা যায় বাইরের রাস্তায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। বাসিন্দাদের একাংশের মতে, ভরসা যোগাতেই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। তবে দুষ্কৃতী দমনে তারা কতটা ভূমিকা নিতে পারে সেব্যাপারেও গ্রামে গ্রামে চর্চা হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির উপর আমরাও নজর রাখছি। তারা অল্প সময়ের ‘মেহেমান’। ভোট মিটলেই তারা চলে যাবে। কিন্তু কোথাও যদি এনিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় তবে আমরা গোটা বিষয়টি কমিশনে জানাব। গণতান্ত্রিক পরিবেশ যাতে ক্ষুন্ন না হয় সেটা আমরাও দেখছি। আমরা দলীয় কর্মীদের বলেছি কেন্দ্রীয় বাহিনী দেখে ভয় পাবেন না। আপনারা দলের কাজ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *