এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মুকুল রায়

কলকাতা: নির্বাচন কিমশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন বিজেপি নেতা মুকু রায়৷ কমিশনের অফিসে দাঁড়িয়ে মুকুল সাফ জানিয়ে দেন, বাবুল সুপ্রিয়ের নামে কোনও এফআইআর হয়নি৷ সংবাদমাধ্যে বাবুককে নিয়ে ‘ভুল’ খবর প্রকাশিত হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো মুকুল৷ মঙ্গলবার মুকুল বলেন, ‘‘আগে একবার বলা হয়েছিল বাবুলের নামে এফআইআর হয়েছে। সে ঘটনায় কোনও

900470ad6a9d43d2172077a8caef27e1

এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মুকুল রায়

কলকাতা: নির্বাচন কিমশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন বিজেপি নেতা মুকু রায়৷ কমিশনের অফিসে দাঁড়িয়ে মুকুল সাফ জানিয়ে দেন, বাবুল সুপ্রিয়ের নামে কোনও এফআইআর হয়নি৷ সংবাদমাধ্যে বাবুককে নিয়ে ‘ভুল’ খবর প্রকাশিত হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো মুকুল৷

মঙ্গলবার মুকুল বলেন, ‘‘আগে একবার বলা হয়েছিল বাবুলের নামে এফআইআর হয়েছে। সে ঘটনায় কোনও এফআইআর দায়ের হয়নি। এখানকার মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন, কোনও এফআইআর হয়নি। আমাদের ভুল হয়ে গিয়েছে। অথচ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’’ বাবুল সুপ্রিয় বলেন, ‘‘আমি আক্রান্ত হলাম। অথচ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বলা হচ্ছে, বাবুলের নামে এফআইআর হচ্ছে।’’ এদিন রাজ্য নির্বাচন কমিশনে যান মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও বাবুল সুপ্রিয়রা। মুকুল আরও বলেন, ‘‘আমরা সব অডিও ক্লিপিংস পাঠিয়েছি। ওয়েবকাস্টিংয়ের আবেদন জানিয়েছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *