এবার বাংলায় দাঁড়িয়ে লোকসভায় প্রার্থী হচ্ছেন মোদি?

কলকাতা: রাজ্যে এখনও পর্যন্ত তিন দফায় মোট ৩৯টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ এখনও বাকি তিনটি আসন৷ এই তিন আসনের মধ্যেই যেকোনও একটি বাংলা থেকে লোকসভা নির্বাচনে লড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন সভাশেষে বিজেপি নেতা মুকুল রায় সংবাদ মাধ্যমে বলেন, ‘‘আমরা আমাদের তরফে মোদিজিকে প্রস্তাব দিয়েছি৷ মোদিজি শুনেছেন৷ হেসেছেন৷ কিন্তু, না বালেননি৷ মোদিজি যেকোনও

এবার বাংলায় দাঁড়িয়ে লোকসভায় প্রার্থী হচ্ছেন মোদি?

কলকাতা: রাজ্যে এখনও পর্যন্ত তিন দফায় মোট ৩৯টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ এখনও বাকি তিনটি আসন৷ এই তিন আসনের মধ্যেই যেকোনও একটি বাংলা থেকে লোকসভা নির্বাচনে লড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

এদিন সভাশেষে বিজেপি নেতা মুকুল রায় সংবাদ মাধ্যমে বলেন, ‘‘আমরা আমাদের তরফে মোদিজিকে প্রস্তাব দিয়েছি৷ মোদিজি শুনেছেন৷ হেসেছেন৷ কিন্তু, না বালেননি৷ মোদিজি যেকোনও লোকসভা কেন্দ্র থেকে লড়তে পারেন৷ আমরা তাঁর অপেক্ষায় আছি৷’’

সূত্রের খবর, শাসক তৃণমূলকে চাপে রাখতে বাংলা থেকে ভোটে লড়াইয়ের জন্য মোদিকে প্রস্তাব পাঠানো হয়েছে৷ যদিও সেই প্রস্তাবে এখনও গেরুয়া সংকেত পারননি বঙ্গে বিজেপির নেতারা৷ তবে, বাংলার থেকে ভোটে লড়াই প্রস্তাবে মোদি যদি রাজি হন, তাহলে কি তাঁর বিপরীতে ‘বাংলার অগ্নিকণ্যা’কে দেখা যাবে? তুঙ্গে বঙ্গ রাজনীতি৷

বিজেপি সূত্রে খবর, বাংলা থেকে অন্তত ২০টির বেশি আসন পেতে সর্বশক্তি দিয়ে লোকসভা নির্বাচনে ঝাঁপিয়েছে বঙ্গ বিজেপি৷ গেরুয়া শিবিরের লক্ষ্য পূরণে বাংলায় মোদিকে দিয়ে ভোটের প্রচারের পাশাপাশি সরাসরি ভোটের ময়দানে মোদিকে নামানো গেলে আখেরে লাভ হবে বিজেপির৷ একদিকে শাসকদলের সঙ্গে যুদ্ধে সমানে সমানে লড়াই দেখা যাবে, তেমনই বোঝা যাবে বাংলায় মোদির গ্রহণযোগত্যা৷

এবার লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পাখির চোখ বাংলা। পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির৷ মোদিকেই মুখ করে চলছে প্রচার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =