এবার রাষ্ট্রপুঞ্জে গণভোট চাইলেন মমতা, মন্তব্য বাতিলের আর্জি রাজ্যপালের

কলকাতা: নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের বিদ্রোহ ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার একধাপ এগিয়ে সরাসরি গণভোটের দাবি তুললেন তিনি৷ কোনও রাজনৈতিক দল কিংবা ধর্মমত নির্বিশেষে গণভোটের দাবি তুলেছেন তিনি৷ রাষ্ট্রপুঞ্জকে দিয়ে মমতার বন্দ্যোপাধ্যায়ের গণভোটের দাবি তোলার মন্তব্য প্রত্যাহারের আর্জি জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ রানি রাসমণি অ্যাভিনিউ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘‘আজ শেষ বারের জন্য

এবার রাষ্ট্রপুঞ্জে গণভোট চাইলেন মমতা, মন্তব্য বাতিলের আর্জি রাজ্যপালের

কলকাতা: নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের বিদ্রোহ ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার একধাপ এগিয়ে সরাসরি গণভোটের দাবি তুললেন তিনি৷ কোনও রাজনৈতিক দল কিংবা ধর্মমত নির্বিশেষে গণভোটের দাবি তুলেছেন তিনি৷ রাষ্ট্রপুঞ্জকে দিয়ে মমতার বন্দ্যোপাধ্যায়ের গণভোটের দাবি তোলার মন্তব্য প্রত্যাহারের আর্জি জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর৷

রানি রাসমণি অ্যাভিনিউ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘‘আজ শেষ বারের জন্য একটা চ্যালেঞ্জ করে যায়৷ যদি তোমার বুকের পাটা থাকে, ফেকবুক না করে, মানুষকে বিভ্রান্ত না করে দেশকে ভাগ করার চেষ্টা করবেন না৷ একটা গণভোট হোয়ে যাক এই ইস্যুতে, ভারতবর্ষজুড়ে৷ একটা গণভোট হয়ে যাক৷ আপনি করবেন না, ইউনাইটেড নেশন করবে৷ একটি নিরপেক্ষ সংগঠন৷ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ রাষ্ট্রপুঞ্জে হিউম্যান রাইটস কমিশনকে নিয়ে একটা কমিটি করুক৷ সেখানে তৃণমূলের থাকা দরকার নেই৷ বিজেপির থাকার দরকার নেই৷ অন্য কোন দলের থাকার দরকার নেই৷ কোনও ধর্মের থাকার দরকার নেই৷ আমরা চাই, তারা একটা গণভোট সংগঠিত করুক ভারতবর্ষে৷ আমরা দেখতে চাই, কটা লোক সমর্থন করেন৷ আর কটা লোক মানছে না৷ যদি না মানে, বলুন পদত্যাগ করবেন৷ বলুন তারা ইস্তফা দিতে বাধ্য থাকবেন৷’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য পর টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ রাষ্ট্রপুঞ্জকে দিয়ে গণভোটের করানোর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাহার করুন৷ মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন রাজ্যপাল৷ টুইটে জানিয়েছেন, নাগরিক আইনে গণভোট সংক্রান্ত মন্তব্য প্রত্যাহার করুক মুখ্যমন্ত্রী৷ এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন রাজ্যপাল৷

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণভোট প্রসঙ্গে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জ নিয়ে কী সমস্ত বলছেন উনি? আন্তর্জাতিক ব্যাপারটা মনে হয় ওনার আশেপাশে থাকা ভালো উকিলের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যটা জাতীয় সংবাদ মাধ্যম প্রকাশ করছে৷ হাস্যকর এই ধরনের মন্তব্য করার আগে এদের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া উচিত৷ আমার মনে হচ্ছে, কোথাও না কোথাও প্রশান্ত কিশোর ভূমিকা খামতি থেকে যাচ্ছে৷ মোটামুটি জানি, প্রাশান্ত কিশোর ঠিকঠাক পরামর্শ দিচ্ছেন৷ কিন্তু মুখ্যমন্ত্রী কথাবার্তা শুনে সে রকম কিছু মনে হচ্ছে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eleven =