এবার মমতার নির্বাচন কমিশনে দায়ের অভিযোগ

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের দ্বারস্থ হয়ে এই দাবি জানিয়েছে বিজেপি। কেন্দ্রের শাসক দলের অভিযোগ, যেভাবে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গুণ্ডা’ বলে সম্বোধন করেছেন, তা শালীনতার যাবতীয় সীমা অতিক্রম করে গিয়েছে। এদিন জাতীয় নির্বাচন কমিশন থেকে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর, মুখতার আব্বাস নাকভি,

এবার মমতার নির্বাচন কমিশনে দায়ের অভিযোগ

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের দ্বারস্থ হয়ে এই দাবি জানিয়েছে বিজেপি। কেন্দ্রের শাসক দলের অভিযোগ, যেভাবে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গুণ্ডা’ বলে সম্বোধন করেছেন, তা শালীনতার যাবতীয় সীমা অতিক্রম করে গিয়েছে।

এদিন জাতীয় নির্বাচন কমিশন থেকে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর, মুখতার আব্বাস নাকভি, বিজয় গোয়েল বলেন, ‘শুধুমাত্র প্রধানমন্ত্রীকেই গুণ্ডা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সমাবেশে একইভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও গুণ্ডা বলে কটাক্ষ করেছেন তিনি। এটি কোনও মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? প্রধানমন্ত্রীকে গুণ্ডা বলে সম্বোধন করে মমতা আদতে আদর্শ নির্বাচন আচরণবিধি ভঙ্গ করেছেন। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে।’

দুদিন আগে কলকাতায় অমিত শাহের রোড শোয়ে তাণ্ডবের ঘটনার পর আইনশৃঙ্খলার ইস্যুতে বাংলায় নির্বাচনী প্রচারের সময় ইতিমধ্যেই ২৪ ঘণ্টা কমিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কার্যত নজিরবিহীন এই সিদ্ধান্তের কথা গতকালই ঘোষণা করেছে তারা। এরই পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে অপসারণ এবং এডিজি সিআইডি রাজীব কুমারকে বাংলা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যদিও এই ‘শাস্তি’তে খুশি নয় বিজেপি। এই ইস্যুতে কমিশনকে স্মারকলিপি দিয়ে আজ সাংবাদিকদের প্রকাশ জাভরেকর, বিজয় গোয়েল, মুখতার আব্বাস নাকভি বলেন, ‘বড় দোষে ছোট সাজা দিয়েছে নির্বাচন কমিশন। আরও বেশি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাদের। ইতিহাসকে যারা বিকৃত করার চেষ্টা করছে, তাদের এভাবে ছেড়ে দেওয়ার কোনও অর্থ হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *