এবার বিশ্ব বাংলার ‘ব’ কেটে লেখা হল ‘রাম’

কাঁকিনাড়া: বিশ্ব বাংলা লোগোর স্বত্ব নিয়ে কম ঘোলা হয়নি বাংলার রাজনীতি৷ এবার ফের বাংলার রাজনীতির বিতর্কের কেন্দ্র বিন্দুতে উঠে এল বিশ্ব বাংলা লোগো বিতর্ক৷ সৌজন্যে সেই ‘জয় শ্রীমার৷’ এবার বিশ্ব বাংলা লোগোর ‘ব’ কেটে লেখা হল ‘রাম’৷ হলুদ কালি দিয়ে এমন ভাবে লেখা হয়েছে যে, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না, আদতে লোগোর আগের চেহারা৷

6196d55156906c9a94eda7fe23fa0287

এবার বিশ্ব বাংলার ‘ব’ কেটে লেখা হল ‘রাম’

কাঁকিনাড়া: বিশ্ব বাংলা লোগোর স্বত্ব নিয়ে কম ঘোলা হয়নি বাংলার রাজনীতি৷ এবার ফের বাংলার রাজনীতির বিতর্কের কেন্দ্র বিন্দুতে উঠে এল বিশ্ব বাংলা লোগো বিতর্ক৷ সৌজন্যে সেই ‘জয় শ্রীমার৷’ এবার বিশ্ব বাংলা লোগোর ‘ব’ কেটে লেখা হল ‘রাম’৷ হলুদ কালি দিয়ে এমন ভাবে লেখা হয়েছে যে, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না, আদতে লোগোর আগের চেহারা৷

সোমবার সকালে কাঁকিনাড়া বাজারের কাছে বিশ্ব বাংলা লোগোয় ‘রাম’ লেখা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় তৃণমূলের নেতারা৷ ডাকা হয় পুলিশ৷ পরে, লোগো থেকে ‘রাম’ মুছে দেওয়ার কাজ শুরু হয়৷ কে বা কারা এই ঘটনা ঘটাল? গোটা ঘটনার পিছনে বিজেপি কাঠগড়ায় তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হবে বলে পুলিশ সূত্রে খবর৷ বিধায়কদের মাধ্যমে এই খবর পেয়ে নবান্নে সংবাদিক করেও ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি৷

বিশ্ববাংলা লোগো নিয়ে কম বিতর্ক হয়নি বাংলায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা লোগোর মালিকানা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা মুকুল রায়৷ নবান্ন থেকে আদালত পর্যন্ত গড়ায় লোগো বিতর্ক৷ সেই বিশ্ববাংলা লোগোকেই পরে স্বীকৃতি দেয় কেন্দ্র৷ ২০১৭ সালে মে মাসে রাজ্যের নাম পরিবর্তন-সহ নিজস্ব লোগো চেয়ে আবেদন করেন তত্‍কালীন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷ নাম পরিবর্তনের আবেদন খারিজ হলেও লোগো মঞ্জুর করে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *