এবার তৃণমূল কাউন্সিলারদের ক্লাস নেবেন স্বয়ং মমতা

কলকাতা: ভোট বাড়লেও কমেছে আসন৷ সামনেই পরপর দু’টি গুরুত্বপূর্ণ নির্বাচন৷ পুরসভা ভোটের পরই রয়েছে ২০২১-এর বাংলা ভোট৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একবারের তৃণমূলস্তর থেকে দলের শুদ্ধিকরণের লক্ষ্যে নিজেই মাঠে নামছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, দলীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদদের সঙ্গে বৈঠকের পরে এবার দলীয় কাউন্সিলারদের পাঠ দিতে কর্মশালার ডাক দিয়েছেন নেত্রী৷ আগামী ১৮

এবার তৃণমূল কাউন্সিলারদের ক্লাস নেবেন স্বয়ং মমতা

কলকাতা: ভোট বাড়লেও কমেছে আসন৷ সামনেই পরপর দু’টি গুরুত্বপূর্ণ নির্বাচন৷ পুরসভা ভোটের পরই রয়েছে ২০২১-এর বাংলা ভোট৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একবারের তৃণমূলস্তর থেকে দলের শুদ্ধিকরণের লক্ষ্যে নিজেই মাঠে নামছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়৷

জানা গিয়েছে, দলীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদদের সঙ্গে বৈঠকের পরে এবার দলীয় কাউন্সিলারদের পাঠ দিতে কর্মশালার ডাক দিয়েছেন নেত্রী৷ আগামী ১৮ জুন নজরুল মঞ্চে এই কর্মশালা হওয়ার কথা৷ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন৷ আগামী দিনে কাউন্সিলাররা কী করবেন, কি করবেন না তা কাগজে কলমে শেখাতে পারেন তিনি৷ কাউন্সিলারদের জনসংযোগ থেকে আচরণ ও জীবনযাত্রা নিয়েও পাঠ দিতে পারেন মমতা৷ বিলাশবহুল জীবন ছেড়ে আগামী দিনে তাঁরা কীভাবে চলবেন তারও নির্ধারণ করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো৷  রাজ্যের ৬টি পুরনিগম ও ১২৫টি পুরসভার সমস্ত তৃণমূল কাউন্সিলারা ওই কর্মশালায় হাজির থাকতে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *