এবার বিজয় মিছিল করতে বাংলায় আসছেন অমিত শাহ

কলকাতা: ভোটের প্রচারের পর এবার কলকাতায় বিজয় মিছিল করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এমনটাই দাবি করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ জানান, আমাদের জয়ী প্রার্থীকে দিল্লিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেখানে গেলে জানতে পারব, কীভাবে এই ঐতিহাসিক জয় উদযাপন করা হবে৷ সর্বভারতীয় সভাপতি নিজে কলকাতায় বিজয় মিছিল করার ইচ্ছাপ্রকাশ করেছেন৷ তবে তা কবে

এবার বিজয় মিছিল করতে বাংলায় আসছেন অমিত শাহ

কলকাতা: ভোটের প্রচারের পর এবার কলকাতায় বিজয় মিছিল করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এমনটাই দাবি করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

দিলীপ জানান, আমাদের জয়ী প্রার্থীকে দিল্লিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেখানে গেলে জানতে পারব, কীভাবে এই ঐতিহাসিক জয় উদযাপন করা হবে৷ সর্বভারতীয় সভাপতি নিজে কলকাতায় বিজয় মিছিল করার ইচ্ছাপ্রকাশ করেছেন৷ তবে তা কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি৷

সূত্রের দাবি, লোকসভার নতুন সদস্য হিসেবে কাজ শুরুর আগে দেশের অন্যান্য রাজ্যের মতো এরাজ্যের নয়া এমপি’দের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে বিজেপি। সংসদের আচার-আচরণ থেকে শুরু করে আইনসভায় কার কী ভূমিকা হবে, তার প্রাথমিক পাঠ দেওয়া হবে দিল্লিতে। স্বভাবতই গেরুয়া শিবিরের পক্ষে সদ্য লোকসভা ভোটে জেতা ১৮ জন সৈনিক রীতিমতো উত্তেজনায় ফুটছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eight =