সারদার পর এবার নারদ অস্বস্তি তৃণমূলে, নজরে ৪ প্রভাবশালী

কলকাতা: সরদায় রক্ষায় নেই, দোসর এবার নারদা! সারদার পর এবার নারদ তদন্তে তৎপরতা শুরু৷ নারদকাণ্ডে ইডির নজরে এবার ৪ প্রভাবশালী৷ শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় থেকে শুরু করে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া, মলয় ভট্টাচার্য থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ ৪ জনকে নামে এবার নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি৷ জানা গিয়েছে, আগামী ৬ জুন থেকে ১৭ জুনের মধ্যে

সারদার পর এবার নারদ অস্বস্তি তৃণমূলে, নজরে ৪ প্রভাবশালী

কলকাতা: সরদায় রক্ষায় নেই, দোসর এবার নারদা! সারদার পর এবার নারদ তদন্তে তৎপরতা শুরু৷ নারদকাণ্ডে ইডির নজরে এবার ৪ প্রভাবশালী৷ শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় থেকে শুরু করে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া, মলয় ভট্টাচার্য থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ ৪ জনকে নামে এবার নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি৷

জানা গিয়েছে, আগামী ৬ জুন থেকে ১৭ জুনের মধ্যে তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছে ইডি৷ এই বিষয়ে রত্নাদেবী জানিয়েছেন, তিনি চিঠি পেয়েছেন৷ শীঘ্রই তিনি ইডির দপ্তরে হাজির হবেন৷ শ্রেয়াদেবী জানান, তিনি এখন বিদেশে রয়েছেন৷ ফলে, চিঠির বিষয়ে এখনই কিছু জানেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =