এবার কলকাতা পুলিশকে দিয়ে বুথ পাহারার ব্যবস্থা

কলকাতা: ষষ্ঠ দফার ভোটে বৃহস্পতিবার সকালেই পূর্ব মেদিনীপুরে পৌঁছল কলকাতা পুলিশ। প্রায় দু’হাজার পুলিশকর্মীকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের ডিউটি ভোটগ্রহণ কেন্দ্রে হবে বলে খবর। মূলত প্রত্যন্ত এলাকার যে সমস্ত গ্রামে একটি বা দু’টি বুথ রয়েছে, সেখানেই তাঁদের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের জন্য আগেই ভিন রাজ্যে গিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু

ca5138a21bd65923b75d4d3c420a3acc

এবার কলকাতা পুলিশকে দিয়ে বুথ পাহারার ব্যবস্থা

কলকাতা: ষষ্ঠ দফার ভোটে বৃহস্পতিবার সকালেই পূর্ব মেদিনীপুরে পৌঁছল কলকাতা পুলিশ। প্রায় দু’হাজার পুলিশকর্মীকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের ডিউটি ভোটগ্রহণ কেন্দ্রে হবে বলে খবর। মূলত প্রত্যন্ত এলাকার যে সমস্ত গ্রামে একটি বা দু’টি বুথ রয়েছে, সেখানেই তাঁদের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।

লোকসভা নির্বাচনের জন্য আগেই ভিন রাজ্যে গিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু এ রাজ্যে প্রথম পাঁচ দফায় তাদের ডিউটি করতে কোনও জেলাতেই পাঠানো হয়নি। ষষ্ঠ দফার বেলায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়, কলকাতা পুলিশকে জেলায় পাঠানো হবে বুথের নিরাপত্তা রক্ষায়। যাতে নির্বাচন নিয়ে কেউ কোনও অভিযোগ তুলতে না পারে। কলকাতা পুলিশের কাছ থেকে প্রায় দু’হাজারের মতো ফোর্স চাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের কর্মীরা পূর্ব মেদিনীপুরে পৌঁছেছেন। তাঁদের বেশিরভাগই কনস্টেবল। রয়েছেন অফিসাররাও। যদিও সেই সংখ্যাটা কম। আর্মড পুলিশ, রিজার্ভ ফোর্স ও ট্রাফিক দপ্তর থেকেই এই সমস্ত পুলিশকর্মীদের পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *