কলকাতা: রাজ্যে চতুর্থ দফার ভোটের আগে সংখ্যালঘু ভোটারদের মন পেতে আসরে নামল বিজেপি। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে হাজির হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কার্যত সংখ্যালঘু ভোট ভিক্ষা করলেন।
এদিন তিনি বলেন, মায়েরা যেমন ছোটদের ভূতের ভয় দেখান, ঠিক তেমনই বিরোধীরা অপপ্রচার করে, বিজেপি সংখ্যালঘু বিদ্বেষী। দিলীপবাবুর অভিযোগ, পশ্চিমবঙ্গের মুসলমান ভাই-বোনদের বর্তমান বেহাল দশার জন্য দায়ী কংগ্রেস-বাম-তৃণমূল। কেননা, এ রাজ্যে বিজেপি কোনওদিনই ক্ষমতার ধারেকাছে ছিল না। ওই তিন দলের শাসনকালে সংখ্যালঘুদের অশিক্ষিত করে রাখা হয়েছে। তাঁদের গরিব বানিয়ে রাখা হয়েছে। যার জন্য শিক্ষা-স্বাস্থ্য সহ একাধিক বিষয়ে তাঁরা পিছিয়ে রয়েছে। সংখ্যালঘু ইস্যুতে বিজেপিকে নিয়ে তৈরি হওয়া ভ্রান্ত ধারণা ভাঙতে দিলীপ ঘোষ গত পঞ্চায়েত ভোটে পদ্ম প্রতীকের মুসলিম প্রার্থীদের উদাহরণ টেনে আনেন। তাঁর দাবি, গোটা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতে ৮০০-রও বেশি সংখ্যালঘু প্রার্থী ছিল বিজেপি’র। যার মধ্যে ৬০ থেকে ৭০টি আসনে জয়ী হয়েছিলেন তাঁরা।