তৃণমূল সাংসদ কল্যাণের নামে এবার কাটমানি পোস্টার

চুঁচুড়া: এতদিন চলছিল কাটমানি ফেরানোর দাবিতে তৃণমূল নেতাদের নামে পোস্টর, বিক্ষোভ, স্লোগান৷ এবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি ফেরত-সহ ব্যক্তিগত স্বভাবকে বিষোদগার করে পোস্টার পরল শ্রীরামপুরে৷ শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় সাংসদের নামে পোস্টার সাঁটনো হয়েছে৷ অশ্লীল ভাষায় লাল কালিতে কল্যাণবাবুর বিরুদ্ধে পোস্টারে বিষোদগার করা হয়েছে। অবিলম্বে তাঁকে শ্রীরামপুরের সাংসদ পদ থেকে ছেড়ে যেতে বলেও পোস্টারে

তৃণমূল সাংসদ কল্যাণের নামে এবার কাটমানি পোস্টার

চুঁচুড়া: এতদিন চলছিল কাটমানি ফেরানোর দাবিতে তৃণমূল নেতাদের নামে পোস্টর, বিক্ষোভ, স্লোগান৷ এবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি ফেরত-সহ ব্যক্তিগত স্বভাবকে বিষোদগার করে পোস্টার পরল শ্রীরামপুরে৷

শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় সাংসদের নামে পোস্টার সাঁটনো হয়েছে৷ অশ্লীল ভাষায় লাল কালিতে কল্যাণবাবুর বিরুদ্ধে পোস্টারে বিষোদগার করা হয়েছে। অবিলম্বে তাঁকে শ্রীরামপুরের সাংসদ পদ থেকে ছেড়ে যেতে বলেও পোস্টারে হুমকি দেওয়া হয়েছে৷

মঙ্গলবার সকাল থেকেই শ্রীরামপুর মানিকতলা ও শ্রীরামপুর ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায় সাংসদের নামে এই পোস্টার দেখে চাঞ্চল্য ছড়িয়েছে৷ যদিও এই পোস্টার কে বা কারা দিয়েছে, তাঁর প্রমাণ পাওয়া যায়নি৷ তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছে, এটা কোনও সাধারণ মানুষের কাজ নয়৷ রাতের অন্ধকারে যারা এই কাজ করেছে বিজেপি৷ যদিও এই প্রসঙ্গে কল্যাণবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 7 =