শিলিগুড়ির পর এবার সুন্দরবনে প্রশাসনিক বৈঠক রাজ্যপালের

কলকাতা: শিলিগুড়ির পর এবার সুন্দরবন সফরে যাচ্ছেন রাজ্যপাল৷ সুন্দরবন সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি৷ এই মর্মে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজভবন সূত্রে খবর৷পুলিশ প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চান তিনি৷ জানা গিয়েছে, মঙ্গলবার সুন্দরবনের ধামাখালি, সন্দেশখালি সফরে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ

3 stocks recomended

কলকাতা: শিলিগুড়ির পর এবার সুন্দরবন সফরে যাচ্ছেন রাজ্যপাল৷ সুন্দরবন সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি৷ এই মর্মে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজভবন সূত্রে খবর৷পুলিশ প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চান তিনি৷

জানা গিয়েছে, মঙ্গলবার সুন্দরবনের ধামাখালি, সন্দেশখালি সফরে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ পাঠানো হচ্ছে বলে খবর৷ দুই জেলার সমস্ত পুলিশকর্তা, আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ ওইদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনের কর্তাব্যক্তিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন রাজ্যপাল৷

জানা গিয়েছে, যদিও এর আগে শিলিগুড়িতে একইভাবে প্রশাসনিক বৈঠক করতে চেয়েছিলে রাজ্যপাল৷ কিন্তু সেখানে শাসক দলের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় হতাশা প্রকাশ করেছিলেন রাজ্যপাল৷ একই সঙ্গে পুলিশের প্রশাসনের গরহাজিরা নিয়েও তোলেন প্রশ্ন৷ ওই দিন উষ্মা প্রকাশ করে রাজ্যপাল জানিয়েছিলেন, এবার তিনি গোটা রাজ্যজুড়ে একই ধরনের প্রশাসনিক বৈঠক করবেন৷ এবার তারই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ির পর সুন্দরবন সফরে যেতে চলেছেন রাজ্যপাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =