কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার চলছে ‘এই তৃণমূল আর না’!

আসানসোল: নির্বাচন কমিশনের নির্দেশকে তোয়াক্কা না করে রবিবার আসানসোলে বিতর্কিত গান বাজিয়ে রোড-শো করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। এদিন তিনি মহিশীলা থেকে রোড-শো শুরু করে বার্নপুরের বিভিন্ন এলাকায় যান। তাঁর হুডখোলা গাড়ির ধাক্কায় এক বিজেপি কর্মীর পা ভেঙে যায়। বাবুলবাবু নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। বিরোধীদের দাবি, এখন আর তাঁর কর্মসূচিতে লোক

506f54575ca1efab5bd581cc9b5f4080

কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার চলছে ‘এই তৃণমূল আর না’!

আসানসোল: নির্বাচন কমিশনের নির্দেশকে তোয়াক্কা না করে রবিবার আসানসোলে বিতর্কিত গান বাজিয়ে রোড-শো করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। এদিন তিনি মহিশীলা থেকে রোড-শো শুরু করে বার্নপুরের বিভিন্ন এলাকায় যান।

তাঁর হুডখোলা গাড়ির ধাক্কায় এক বিজেপি কর্মীর পা ভেঙে যায়। বাবুলবাবু নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। বিরোধীদের দাবি, এখন আর তাঁর কর্মসূচিতে লোক হচ্ছে না। বিজেপির পুরনো দিনের নেতারাও তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। সেকারণেই তিনি বিতর্কিত কোনও কিছু করে প্রচারের আলোয় থাকতে চাইছেন। এছাড়া তাঁর সামনে আর কোনও রাস্তা খোলা নেই।

তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন দাসু বলেন, ওঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে বহুবার অভিযোগ করা হয়েছে। উনি কোনও নিয়মই মানছেন না। তারপরেও কমিশন কেন ওঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে না, তা বোঝা যাচ্ছে না। ওঁর সাহস থাকলে, গান না বাজিয়ে কেন হিন্দুস্থান কেবলস বা বার্নস্ট্যান্ডার্ড বন্ধ হল, তার জবাব দিন। অতিরিক্ত জেলাশাসক অরিন্দম রায় বলেন, ওই গান বাজানো নিষেধ আছে। তারপরেও তা বাজানো হয়েছে কি না তা খোঁজ নিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *