‘এই বুথ আমার, পুলিশ কেন এসেছে?’ ধমক তৃণমূল নেত্রীর

বালুরঘাট: ভোটের শুরুতেই বেপরোয়া তৃণমূল নেত্রী৷ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পুলিশকে ধমক তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমের৷ অবিলম্বে পুলিশকে বুথ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ৷ তবে, অবশ্য তৃণমূলের প্রাক্তন বিধায়কের নির্দেশ মানেনি পুলিশ৷ উল্টে এলাকা ফাঁকা করার নির্দেশ পুলিশের৷ মঙ্গলবার সকালে ভোটের কাজ খতিয়ে দেখতে এলাকায় ঘুরতে দেখা যায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমকে৷ বেশ কয়েকটি বুথে

‘এই বুথ আমার, পুলিশ কেন এসেছে?’ ধমক তৃণমূল নেত্রীর

বালুরঘাট: ভোটের শুরুতেই বেপরোয়া তৃণমূল নেত্রী৷ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পুলিশকে ধমক তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমের৷ অবিলম্বে পুলিশকে বুথ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ৷ তবে, অবশ্য তৃণমূলের প্রাক্তন বিধায়কের নির্দেশ মানেনি পুলিশ৷ উল্টে এলাকা ফাঁকা করার নির্দেশ পুলিশের৷

মঙ্গলবার সকালে ভোটের কাজ খতিয়ে দেখতে এলাকায় ঘুরতে দেখা যায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমকে৷ বেশ কয়েকটি বুথে ঘোরার পর কুমারগঞ্জে এসে ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল নেত্রী৷ কুমারগঞ্জে বুথে পুলিশের উপস্থিতি দেখে মারমুখি হয়ে ওঠেন৷ পুলিশকে ধমকও দেন তিনি৷ সাফ জানিয়ে দেন, ‘‘এই বুথ আমার হাতে তৈরি৷ পুলিশ কেন এসেছে? কোন অধিকারে ওরা বুথে এসেছে৷ এই বুথ আমার দায়িত্বে৷ আমি সবাইকে দেখভাল করছি৷ পুলিশ লাগবে না৷’’ বুথ ছাড়ার নির্দেশ দিতে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে তর্কে জড়ান প্রাক্তন বিধায়ক৷ স্থানীয় তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 19 =