NRC নিয়ে চিন্তা? নয়া বুদ্ধি দিলেন মমতা!

কলকাতা: এনআরসির আতঙ্ক রুখতে এবার সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রয়োজনে বুদ্ধি খরচের পরামর্শ দিলেন মমতার৷ এনআরসির আতঙ্কে রাজ্যে মৃতদের পরিবারকে নিয়ে এবার এনআরসি বিরোধী আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ আজ, সোমবার ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় কর্মচারীদের ডাকা বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, কে বলেছে আপনাকে হাজার ১৯৭১ সালের কাগজ খুঁজে বার করতে হবে? কারা

NRC নিয়ে চিন্তা? নয়া বুদ্ধি দিলেন মমতা!

কলকাতা: এনআরসির আতঙ্ক রুখতে এবার সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রয়োজনে বুদ্ধি খরচের পরামর্শ দিলেন মমতার৷ এনআরসির আতঙ্কে রাজ্যে মৃতদের পরিবারকে নিয়ে এবার এনআরসি বিরোধী আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷

আজ, সোমবার ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় কর্মচারীদের ডাকা বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, কে বলেছে আপনাকে হাজার ১৯৭১ সালের কাগজ খুঁজে বার করতে হবে? কারা বলছে এসব? যারা বলছে, তাঁদের কথা শুনবেন না৷ সেই টিভি চ্যানেল দেখবেন না৷ বিজেপির কথায় যারা ভয় দেখাচ্ছে তাদের কথা শুনবেন না৷ মনে রাখবেন কারও যদি কাগজপত্র হারিয়ে যায়, কারোর ঘর যদি পুড়ে যায়, কাগজ হারিয়ে গেলে কী করার আছে? একটা এফআইআর করে রাখুন৷ একটু বুদ্ধি খরচ করুন৷ অনেক জায়গাতেই বাংলায় বন্যা হয়েছে৷ অনেক ঘরেই আগুন লেগেছে৷ কে বলেছে, আপনাদের এই ১৯৭১ সালের আগের নথিতে দেখাতে হবে?’’

নিজের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি চাইলে আমার মায়ের নাম দিতে পারব? আমি আমার মায়ের জন্ম সার্টিফিকেট কোথা থেকে দেব৷ এই নিয়ে আপনারা শুধু শুধু কেন চিন্তা করছেন? বলুন তো, এক কথা আর কতবার বলতে হবে আপনাদের? দয়া করে আমাদের উপর বিশ্বাস রাখুন৷ আমার মায়ের যদি জন্ম সার্টিফিকেট চাওয়া হয় আমি দিতে পারব? কোথা থেকে দেব? আমি আমার স্কুলের সার্টিফিকেট দিতে পারব৷ তার মানে আমি কি এই দেশের স্বাধীন নাগরিক নই৷ এত ভয় পাওয়ার কী আছে? আপনারা এই রাজ্যে বসবাস করেন যাঁরা, এই রাজ্যের নাগরিক৷ ফলে গ্রামেগঞ্জে কে কী অপপ্রচার করল তা কান দেবেন না৷ দয়া করে সেই সমস্ত শুনে নিজেদের মূল্যবান জীবন নষ্ট করবেন না৷’’

অভয় দিয়ে বলেন, ‘‘আর এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই৷ আমরা সবাই আছি তো৷ আমরা সব মরে গেছি না কি? আমি আমার দলের তরফে বলেছি, যে ৬ জন মারা গিয়েছে সেই ছ’টি পরিবারকে নিয়ে সেই জায়গায় প্রতিবাদ সভা হবে৷ আমি আপনাদের পরিষ্কার বলে যাচ্ছি, আপনার ভোটার লিস্টের নাম তুলতে যদি কোনও অসুবিধা হয়, আমাদের দলের কর্মীদের বলবেন৷ সে তুলে দেবে৷ আর সে যদি না তোলে দিদিকে বল প্রোগ্রামে আমাকে কমপ্লেন করবেন৷ আর তারপর আমি ঘাড় ধাক্কা দিয়ে তুলব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =