আলিপুর: বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার আগে ভোটারদের দু’বার ভাবতে অনুরোধ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি সম্মেলনে যোগ দিয়ে বাংলার ভোটারদের বার্তা দেন তিনি৷
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্য, তৃণমূলী সন্ত্রাস রুখতে বিজেপিকে বাংলার ক্ষমতার মসনদে আনার আগে ভোটারদের ভেবে দেখা উচিত৷ কারণ ত্রিপুরার মানুষ বামেদের সরিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে৷ এখন বিজেপির শক্তির আস্ফালন শুরু হয়েছে ত্রিপুরায়৷ বিজেপিকে ক্ষমতায় এনে ত্রিপুরার মানুষ এখন সুখে নেই৷
মানিক সরকারের আক্ষেপ, এবারের লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিজেপি প্রচুর সংখ্যক ভোট পেয়েছে৷ আর এই ফলাফল দেখে বাংলার মানুষ যদি ভেবে থাকেন, আগামী বিধানসভায় বিজেপিকে তাঁরা ক্ষমতায় ফিরিয়ে আনবেন, তাহলে তা হবে আত্মঘাতী চিন্তার শামিল৷
বলেন, বামফ্রন্টের দীর্ঘ ৩৪ বছরের শাসনকালে সন্ত্রাস ও দুর্নীতির তেমন কোনও অভিযোগ নেই৷ কিন্তু তৃণমূলের উপর মানুষের ঘৃণা এই আট বছরেই তৈরি হয়ে গিয়েছে৷ যা কখনোই প্রত্যাশিত ছিল নয়৷ আর তৃণমূলকে রুখতে যদি বিজেপিকে ক্ষমতায় আনা হয়, তাহলে তার ফল হবে ভয়ানক৷