আমাকে হেয় করতে চোর বলছে কংগ্রেস: মোদি

আকলুজ: ‘মোদি সম্প্রদায়কে চোর বলেছেন রাহুল গান্ধী। আমাকে অপমান করতে গিয়ে একটা গোটা সম্প্রদায়কে অসম্মান করার অধিকার তাঁকে কে দিয়েছে?’ বুধবার মহারাষ্ট্রের আকলুজে নির্বাচনী প্রচারে নিজের অনগ্রসর জাতিসত্তাকে তুলে ধরে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি মহারাষ্ট্রে এক নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেন, ‘আমার একটা প্রশ্ন আছে। কেন

আমাকে হেয় করতে চোর বলছে কংগ্রেস: মোদি

আকলুজ: ‘মোদি সম্প্রদায়কে চোর বলেছেন রাহুল গান্ধী। আমাকে অপমান করতে গিয়ে একটা গোটা সম্প্রদায়কে অসম্মান করার অধিকার তাঁকে কে দিয়েছে?’ বুধবার মহারাষ্ট্রের আকলুজে নির্বাচনী প্রচারে নিজের অনগ্রসর জাতিসত্তাকে তুলে ধরে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি মহারাষ্ট্রে এক নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেন, ‘আমার একটা প্রশ্ন আছে। কেন সব চোরদের নামের মধ্যে মোদি রয়েছে? তা সে নীরব মোদি, ললিত মোদিই হোক বা নরেন্দ্র মোদি। এমন আরও কত মোদি রয়েছেন, তা এখনও আমাদের অজানা।’ এদিন বক্তব্য রাখার সময় রাহুল গান্ধীর এই মন্তব্য উল্লেখ করে মোদি বলেন, ‘কংগ্রেস ও তার সহযোগী দলগুলির দাবি, সমাজের সমস্ত মোদিই চোর। তারা এর আগে আমার জাত নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছে। কিন্তু এবার তারা সমস্ত সীমারেখা পার করে ফেলেছে। আমাকে অপমান করতে গিয়ে সব অনগ্রসর জাতিকেই অপমান করেছে তারা।’ তিনি আরও বলেন, ‘এর আগে নামদাররা বলেছিল, চৌকিদার চোর হ্যায়। এখন তারা গোটা মোদি সম্প্রদায়কেই অপমান করছে। অনগ্রসর জাতিভুক্ত হওয়ায় কংগ্রেস দীর্ঘদিন ধরে আমাকে অপমান করছে। আমি তাতে অভ্যস্ত। কিন্তু এভাবে একটা গোটা সম্প্রদায়কে অপমান করার অধিকার তাদের কে দিয়েছে? আমি কখনই এই অসম্মান মেনে নেব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =