ওরা করছে, আপনারাও ছাপ্পা ভোট দিন! ফাঁস বিজেপি নেত্রীর ভিডিও

লখনউ: বাংলায় যখন ছাপ্পা ভোটের বিরোধীতা করে দিন-রাত কমিশনে ছুটছে বিজেপি নেতৃত্ব, ঠিক তখনই কর্মীসভায় বসে ছাপ্পা ভোটের নির্দেশ দিলেন বিজেপি প্রার্থী৷ তবে, এই নির্দেশ সৌশ্যাল মিডিয়ার হাত ধরে ছড়িয়ে পড়েছে ভূভারতে৷ ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের বদায়ুঁর বিজেপি প্রার্থী সঙ্ঘমিত্রা মৌর্য কর্মীদের নির্দেশ দিচ্ছেন, ‘‘প্রয়োজনে ছাপ্পা ভোট দিন৷ আমার জয় নিশ্চিত করুন৷ কোনও ভোট

ওরা করছে, আপনারাও ছাপ্পা ভোট দিন! ফাঁস বিজেপি নেত্রীর ভিডিও

লখনউ: বাংলায় যখন ছাপ্পা ভোটের বিরোধীতা করে দিন-রাত কমিশনে ছুটছে বিজেপি নেতৃত্ব, ঠিক তখনই কর্মীসভায় বসে ছাপ্পা ভোটের নির্দেশ দিলেন বিজেপি প্রার্থী৷ তবে, এই নির্দেশ সৌশ্যাল মিডিয়ার হাত ধরে ছড়িয়ে পড়েছে ভূভারতে৷

ওরা করছে, আপনারাও ছাপ্পা ভোট দিন! ফাঁস বিজেপি নেত্রীর ভিডিওভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের বদায়ুঁর বিজেপি প্রার্থী সঙ্ঘমিত্রা মৌর্য কর্মীদের নির্দেশ দিচ্ছেন, ‘‘প্রয়োজনে ছাপ্পা ভোট দিন৷ আমার জয় নিশ্চিত করুন৷ কোনও ভোট যেন নষ্ট না হয়৷ যারা অনুপস্থিত থাকবেন, তাঁদের জন্য ভুয়ো ভোট দিয়ে দেবেন৷ এটা সব জায়গায় হয়৷ সুযোগ পেলে ছাড়বেন না৷’’

সঙ্ঘমিত্রা উত্তরপ্রদেশের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের মেয়ে৷ অভিযোগ পেয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক৷ ২৩ এপ্রিল বদায়ুঁতে ভোটগ্রহণ৷ তার আগে ফাঁস হওয়া ভিডিও ঘিরে চাপে গেরুয়া শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + three =