ওঁরা নিজেদেরও বিপদ ডেকে আনছে: পার্থ

তেহট্ট: কর্মিসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বিজেপির হিন্দুত্ব ইস্যুতে কৃষ্ণনগরে দলীয় কর্মিসভা শেষে পার্থর জবাব, ‘বিজেপি হিন্দুত্বের তাস খেলছে। রামনবমীর মিছিলে রাহুল সিনহা রাষ্ট্রপতির ছবি ব্যবহার করেছেন। সেই মিছিলে লেখাও ছিল আমাদের রাষ্ট্রপতি হিন্দু। এভাবে বিজেপি দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে বিপদ ডেকে নিয়ে আসছে, তেমনই তারা নিজেদেরও বিপদ ডেকে

ওঁরা নিজেদেরও বিপদ ডেকে আনছে: পার্থ

তেহট্ট: কর্মিসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বিজেপির হিন্দুত্ব ইস্যুতে কৃষ্ণনগরে দলীয় কর্মিসভা শেষে পার্থর জবাব, ‘বিজেপি হিন্দুত্বের তাস খেলছে। রামনবমীর মিছিলে রাহুল সিনহা রাষ্ট্রপতির ছবি ব্যবহার করেছেন। সেই মিছিলে লেখাও ছিল আমাদের রাষ্ট্রপতি হিন্দু। এভাবে বিজেপি দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে বিপদ ডেকে নিয়ে আসছে, তেমনই তারা নিজেদেরও বিপদ ডেকে আনছে।’

এদিন পার্থবাবু আরও বলেন, এর আগে বিজেপি সেনাবাহিনী নিয়ে একই কাজ করেছিল, তখন চারদিকে প্রতিবাদ হয়েছে। এবার রাষ্ট্রপতিকে নিয়ে পড়েছে। তারা গর্ব করে এখন বলছে রাষ্ট্রপতিও হিন্দু। ওদের এইরকম প্ররোচনামূলক কথা সমাজকে দ্বিখণ্ডিত করবে। যেখানে শান্তি সম্প্রীতি একতার বাতাবরণে রাজ্য চলছে সেখানে তারা আগুন লাগানোর চেষ্টা করছে।

এক প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচন কমিশন দিলীপবাবুকে কিছু বলছে না। তার কারণ তাঁর জামার কলারে পদ্মফুল লাগানো আছে। অন্য কেউ হলে এতক্ষণে চারটি চিঠি পেয়ে যেত। উনি চেষ্টা করছেন হিরো হওয়ার। এখন তো জিরো। উনি যেখানেই যাবেন ওদের দল সেখানেই হারবে। উনি এমন সব কথা বলছেন যাতে বাংলার রাজনীতি কলুষিত হচ্ছে। উনি চেষ্টা করেই চলেছেন কীভাবে গণ্ডগোল পাকানো যায়। বাংলার মানুষ বুঝে গিয়েছে যে কোনটা বাঘ আর কোনটা বিড়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 20 =