বাংলায় আর বিজয় মিছিল হবে না, আমাদের শান্তি মিছিল চলবে: মমতা

কলকাতা: ‘অনেক হয়েছে৷ আর না৷ ফল প্রকাশ হয়ে গিয়েছে ১৭ দিন৷ অনেক বিজয় মিছিল হয়েছে৷ এখন আর বিজয় মিছিল করা যাবে না৷’ নিমতায় মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তিনি সাফ জানিয়ে দেন, ‘‘২৩ মের আগে সংবাদমাধ্যম এক্সিট পোলের মাধ্যমে ফলাফল করে দিয়েছিল৷ ২৩ মে ভোটের ফল বেরিয়ে গিয়েছে৷ তারপর ১৭

বাংলায় আর বিজয় মিছিল হবে না, আমাদের শান্তি মিছিল চলবে: মমতা

কলকাতা: ‘অনেক হয়েছে৷ আর না৷ ফল প্রকাশ হয়ে গিয়েছে ১৭ দিন৷ অনেক বিজয় মিছিল হয়েছে৷ এখন আর বিজয় মিছিল করা যাবে না৷’ নিমতায় মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন তিনি সাফ জানিয়ে দেন, ‘‘২৩ মের আগে সংবাদমাধ্যম এক্সিট পোলের মাধ্যমে ফলাফল করে দিয়েছিল৷ ২৩ মে ভোটের ফল বেরিয়ে গিয়েছে৷ তারপর ১৭ দিন হয়ে গিয়েছে৷ কী এত বিজয় মিছিল? এখন থেকে আর বিজয় মিছিল করা যাবা না৷ অনেক হয়েছে৷ পুলিশকে বলব, বিজয় মিছিলের আর অনুমতি না দেয়৷ বাংলার শান্তি বজায় রাখতে আমাদের যেমন শান্তি মিছিল, জনসংযোগ চলছে তোমন চলবে৷ এখন থেকে আর বিজয় মিছিল করা যাবে না৷’’

বিজয় মিছিল থেকে তৃণমূলের উপর হামলাও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে নিমতায় তৃণমূল বুথ সভাপতি খুনের ঘটনায় তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথাও জানান মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 6 =