‘বিজেপির ফেরার কোনও সম্ভাবনাই নেই’

কলকাতা: সপ্তদশ লোকসভায় বিজেপি বিরোধী শক্তি সরকার গঠন করবে। দেশের আটটি রাজ্যে নির্বাচনী প্রচারে ঘুরে তাঁর এই ধারণা হয়েছে। রবিবার এমনই দাবি করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তবে, কে সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে বিরোধীরা ঐক্যবদ্ধ হবেন বলেই আশা প্রকাশ করেন তিনি। ধর্মনিরপেক্ষ

‘বিজেপির ফেরার কোনও সম্ভাবনাই নেই’

কলকাতা: সপ্তদশ লোকসভায় বিজেপি বিরোধী শক্তি সরকার গঠন করবে। দেশের আটটি রাজ্যে নির্বাচনী প্রচারে ঘুরে তাঁর এই ধারণা হয়েছে। রবিবার এমনই দাবি করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

তবে, কে সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে বিরোধীরা ঐক্যবদ্ধ হবেন বলেই আশা প্রকাশ করেন তিনি। ধর্মনিরপেক্ষ সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে। এই দাবির স্বপক্ষে বিরোধী ঐক্যের উপর জোর দিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক। দেশ জুড়ে মোদি বিরোধী হাওয়া বইছে। কিন্তু বাংলা সহ বিভিন্ন রাজ্যে বিরোধীরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। সীতারামের মতে, তা সত্ত্বেও বিজেপির বিরুদ্ধেই মানুষ ঐক্যবদ্ধ হয়ে রায় দেবে। উল্লেখ্য, কংগ্রেস ও সিপিএম এরাজ্যে মুখোমুখি লড়াই করছে। এই বিষয়ে ইয়েচুরির ব্যাখ্যা, বিভিন্ন রাজ্যের বাধ্যবাধকতায় যে নির্বাচনী লড়াই হচ্ছে, তার সঙ্গে ভোটপরবর্তী সরকার গঠনের কোনও সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =