ভোটের বাজারে নৌসেনা প্রধান নিয়োগ ঘিরেও বিতর্ক

নয়াদিল্লি: এবার নৌবাহিনীর পরবর্তী প্রধান নিয়োগ নিয়ে বিতর্কে জড়াল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। বর্তমানে নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল বিমল ভার্মাকে বাদ দিয়ে তাঁর অধঃস্তন এক অফিসারকে পরবর্তী নৌসেনা প্রধান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আর্মড ফোর্সেস ট্রাইব্যুনালে পিটিশন জমা দিয়েছেন বিমল ভার্মা। মঙ্গলবার ট্রাইব্যুনালে তাঁর আবেদনের শুনানি হওয়ার কথা। ভাইস অ্যাডিমিরাল বিমল ভার্মা

ভোটের বাজারে নৌসেনা প্রধান নিয়োগ ঘিরেও বিতর্ক

নয়াদিল্লি: এবার নৌবাহিনীর পরবর্তী প্রধান নিয়োগ নিয়ে বিতর্কে জড়াল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। বর্তমানে নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল বিমল ভার্মাকে বাদ দিয়ে তাঁর অধঃস্তন এক অফিসারকে পরবর্তী নৌসেনা প্রধান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আর্মড ফোর্সেস ট্রাইব্যুনালে পিটিশন জমা দিয়েছেন বিমল ভার্মা। মঙ্গলবার ট্রাইব্যুনালে তাঁর আবেদনের শুনানি হওয়ার কথা। ভাইস অ্যাডিমিরাল বিমল ভার্মা বর্তমানে আন্দামান ও নিকোবরের কমান্ড হিসেবে পোর্টব্লেয়ারে দায়িত্বে রয়েছেন। আগামী ৩১ মে সুনীল লানবা নৌসেনার পদ থেকে অবসর নিচ্ছেন। তাঁর অবসরের পর নিয়ম মাফিক লানবার অধস্তন হিসেবে বিমল ভার্মার নৌসেনা প্রধান হওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে ভার্মার জুনিয়র তথা বিশাখাপত্তনমে পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত করমবীর সিংকে পরবর্তী নৌসেনা প্রধান করার সিদ্ধান্ত নেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *