পদ্মে যোগ দিয়ে রাজ্যসভায় অধীর? গেরুয়া আমন্ত্রণে ত্রিপুরাবাসী হবেন কংগ্রেস নেতা?

কলকাতা: লোকসভা ভোটের লড়াইয়ে সাংসদ পদ খুঁইয়েছেন তিনি৷ প্রদেশ কংগ্রেস সভাপতি পদ নিয়েও চলছে টানাপোড়েন৷ এমতাবস্থায় অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা৷…

কলকাতা: লোকসভা ভোটের লড়াইয়ে সাংসদ পদ খুঁইয়েছেন তিনি৷ প্রদেশ কংগ্রেস সভাপতি পদ নিয়েও চলছে টানাপোড়েন৷ এমতাবস্থায় অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ এরই মধ্যে কানাঘুষো এবার নাকি মুর্শিদাবাদ ছেড়ে ত্রিপুরাবাসী হতে চলেছেন কংগ্রেস নেতা৷ নেপথ্যে পদ্ম শিবিরের আমন্ত্রণ৷

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই বছর লোকসভায় নির্বাচিত হয়েছেন৷ ফলে রাজ্যসভায় তাঁর আসনটি এখন ফাঁকা৷ জোর জল্পনা, অধীর যদি গেরুয়া শিবিরে নাম লেখান, তাহলে বিপ্লব দেবের খালি আসনটি থেকে তাঁকে রাজ্যসভায় পাঠানোর চিন্তাভাবনা রয়েছে দিল্লির শীর্ষনেতৃত্বের।

রাজনৈতিক কানাঘুষো, বহরমপুরের প্রাক্তন সাংসদকে নিয়ে চিন্তাভাএবনা শুরু হয়েছে গেরুয়া শিবির৷ তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। ২০১৮ সালেও একবার প্রস্তাব পেয়েছিলেন অধীর। সেই সময় তিনি রাজি হননি। তবে তাঁর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে জল্পনা রয়েছে বৈকি। অনেকেই মনে করছেন, বাংলায় সাংগাঠনিক শক্তি বাড়াতে অধীরকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করতেও পারেন৷