তৃণমূলের পাশে শিবসেনা! বাংলার রাজ্যপালকে তীব্র খোঁচা সঞ্জয় রাউতের

তৃণমূলের পাশে শিবসেনা! বাংলার রাজ্যপালকে তীব্র খোঁচা সঞ্জয় রাউতের

02244f38b42dda4db369d959d3b60be9

মুম্বই: ফের একবার কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। এবার মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে একহাত নিলেন তিনি। বললেন, তার মনে হয় দেশে শুধু দুজনই রাজ্যপাল রয়েছেন, একজন মহারাষ্ট্রে, অন্য একজন পশ্চিমবঙ্গে! আসলে তিনি বোঝাতে চাইলেন, এই দুই রাজ্যের রাজ্যপাল সরাসরি কেন্দ্রীয় সরকারের হয়ে কথা বলেন, যা আসলে অনৈতিক।

মহারাষ্ট্রের মন্দির খুলে দেওয়া নিয়ে রাজ্যপাল ভগৎ সিং কেশিয়াড়ি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখেছেন, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই সঞ্জয় রাউত বলেন, রাজ্যপাল হলেন দেশের রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, তারা আদতে রাজনৈতিক কাজকর্ম করেন। এখন মনে হয় দেশে শুধু দুজন রাজ্যপাল রয়েছেন, একজন মহারাষ্ট্রে, অন্যজন পশ্চিমবঙ্গে। তবে অন্য রাজ্যগুলির কথা তিনি জানেন না বলে জানিয়েছেন সঞ্জয় রাউত। কারণ সেইসব রাজ্যের শাসক দল বিজেপির। শুধুমাত্র মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে শাসক দল বিরোধী দলের। রাউত আরো বলেন, কেন্দ্রীয় সরকারের যদি মনে হয় মহারাষ্ট্রে সমস্যা চলছে তাহলে সেটা তাদের ধারণা। যদি এ রাজ্যে বিজেপির সরকার থাকতো, আর মুখ্যমন্ত্রী বিজেপির হত, তাহলে তারা এইভাবে আচরণ করত না। অবশ্য একই ব্যাপার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য।

স্পষ্ট করে বলা হয়েছে, এই দুই রাজ্যের রাজ্যপাল প্রধানত সরকার বিরোধী কাজ করেন। তাদের মূল উদ্দেশ্য সরকারি কাজে বা সরকারি কোনো সিদ্ধান্তে বাধা দেওয়া, সমালোচনা করা। অবশ্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণের স্পষ্ট যে তিনি প্রায় সময়ই তৃণমূল সরকারের বিপক্ষে কথা বলেন। এ নিয়ে বিতর্ক কম হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার বাকবিতণ্ডায় জড়িয়েছেন তিনি। অবশ্য একই ধরনের ঘটনা মহারাষ্ট্রেও। সেই প্রেক্ষিতেল কার্যত তৃণমূলের পাশে দাঁড়িয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।- ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *