আছে বাহিনী, তবুও বুথের ভেতর চলছে অবাধে ছাপ্পা

মুর্শিদাবাদ: চলছে ভোট৷ কড়া নিরাপত্তা বুথে৷ ৯২ শতাংশ বুথ পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ তবুও চলছে অবাধে ভোট লুটের কারবার৷ মুর্শিদাবাদ থেকে মালদহ, বেশ কিছু বথু অবাধে চলল ছাপ্পা৷ ভোটারদের হয়ে ভোট দেওয়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ১৮৮ নম্বর বুথে লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করা অভিযোগ৷ একাধিক ভোটারকে একসঙ্গে

b2a656d4b40c81a4533f9273a25051a0

আছে বাহিনী, তবুও বুথের ভেতর চলছে অবাধে ছাপ্পা

মুর্শিদাবাদ: চলছে ভোট৷ কড়া নিরাপত্তা বুথে৷ ৯২ শতাংশ বুথ পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ তবুও চলছে অবাধে ভোট লুটের কারবার৷ মুর্শিদাবাদ থেকে মালদহ, বেশ কিছু বথু অবাধে চলল ছাপ্পা৷ ভোটারদের হয়ে ভোট দেওয়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷

মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ১৮৮ নম্বর বুথে লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করা অভিযোগ৷ একাধিক ভোটারকে একসঙ্গে নিয়ে গিয়ে ভোট দেওয়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ সিপিএমের পোলিং এজেন্ট বাধা দেওয়ায় মারধরের হুমকি দেওয়ার অভিযোগ৷ প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মিলেছে৷ একাধিক ব্যক্তিকে ভোট দেওয়ানোর চেষ্টা বন্ধ করা গিয়েছে বলেও জানান তিনি৷

আছে বাহিনী, তবুও বুথের ভেতর চলছে অবাধে ছাপ্পাঅন্যদিকে, বুথে ঢুকে ভোটারের হয়ে ইভিএমের বোতাম টেপার অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে৷ সব দেখেও নীরব দর্শকের ভূমিকায় প্রিসাইডিং অফিসার৷ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই পদক্ষেপ নির্বাচন কমিশনের৷ গাফিলতির দায়ে প্রিসাইডিং অফিসারকে ভোটের কাজ থেকে অব্যহতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, এদিন সকালে বুথে ঢুকে ভোটের হয়ে ভোট দিতে দেখা যায় এক তৃণমূল এজেন্টকে৷ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে চলে অবাধ ভোট লুটের চেষ্টা৷ মালদহের রতুয়ার বাহারালের দক্ষিণ সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে দু’জন করে ভোট দেওয়ার অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে কমিশন৷ বুথের দায়িত্বে থাকা  প্রিসাইডিং অফিসারকে অপসারণ করা হলেও অভিযোগ স্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার৷ মুর্শিদাবাদের জঙ্গিপুরেও একই ভাবে ভোটের হয়ে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে৷

আছে বাহিনী, তবুও বুথের ভেতর চলছে অবাধে ছাপ্পাঅন্যদিকে, ভগবানগোলায় ১৮৮ নম্বর বুথে অশান্তি৷ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে৷ ভগবানগোলায় সিপিএমের এজেন্টকে মারধরের অভিযোগ৷ মুর্শিদাবাদের কুমরিপুরে ১০৫ নং বুথের বাইরে কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ হরিহরপাড়ায় আক্রান্ত কংগ্রেসের এজেন্টক৷ এলাকায় উত্তেজনা তৈরি করতে শূন্যগুলি৷

মুর্শিদাবাদের ডোমকলে কাউন্সিলরের স্বামীকে লক্ষ্য করে বোমা। ভোটগ্রহণ শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই অশান্তি ডোমকলে। বুথের ৩০০ মিটারের মধ্যেই ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারিকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। মারধর করা হয় তৃণমূল কাউন্সিলরকেও। তৃণমূল কর্মীদের বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি।

সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। আহত তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারির অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে তাঁকে। ডোমকলের ২২ নং বুথে পৌঁছে গিয়েছে মহকুমা আরক্ষা আধিকারিক৷ তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার ঘটনায় জেলাপ্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের কুমরিপুরে ১০৫ নং বুথের বাইরে কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷

রাজ্যে তৃতীয় দফায় বাংলার পাঁচ আসনে ভোট৷ উত্তর ও দক্ষিণ মালদহ, বালুরঘাট, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আজ নির্বাচন৷ তৃতীয় দফা নির্বাচনে রাজ্যে মোতায়েন ৩২৪ কোম্পানি আধা সেনা৷ গড়ে ৯২ শতাংশ বুথে আধা সেনা রয়েছে৷ নদিয়ায় ১০, মুর্শিদাবাদে ১৪০, মালদহে ১০৬, উত্তর দিনাজপুরে ৮, দক্ষিণ দিনাজপুরে ৫০ কোম্পানি আধা সেনা মোতায়েন রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *