আছে ৭০ লাখি হীরের আংটি, ‘বিত্তশালী’ মহুয়ার সম্পত্তি জানলে চমকে উঠবেন

কলকাতা: ছিলেন বিধায়ক৷ এবার লড়াই সাংসদ হওয়ার৷ ২০১৬-র বিধানসভা নির্বাচনে করিমপুর কেন্দ্রের থেকে বুথওয়াড়ি সংগঠন তৈরি করে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি৷ ওই কেন্দ্র থেকে প্রথম মহিলা বিধায়ক হন তিনি৷ বিধানসভার জয়ের ফর্মুলা অনুসরণ করে লোকসভা ভোট করতে দিল্লি থেকে অফিস সামলানোর জন্য লোকও নিয়ে এসেছেন মহুয়া৷ তৈরি করে ফেলেছেন ‘ওয়ার রুম’৷ যেখানে সমস্ত বুথ

e7b8e38e33a757e5e707320e9c955bdd

আছে ৭০ লাখি হীরের আংটি, ‘বিত্তশালী’ মহুয়ার সম্পত্তি জানলে চমকে উঠবেন

কলকাতা: ছিলেন বিধায়ক৷ এবার লড়াই সাংসদ হওয়ার৷ ২০১৬-র বিধানসভা নির্বাচনে করিমপুর কেন্দ্রের থেকে বুথওয়াড়ি সংগঠন তৈরি করে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি৷ ওই কেন্দ্র থেকে প্রথম মহিলা বিধায়ক হন তিনি৷ বিধানসভার জয়ের ফর্মুলা অনুসরণ করে লোকসভা ভোট করতে দিল্লি থেকে অফিস সামলানোর জন্য লোকও নিয়ে এসেছেন মহুয়া৷  তৈরি করে ফেলেছেন ‘ওয়ার রুম’৷ যেখানে সমস্ত বুথ কমিটির তালিকা, ফোন নম্বর ইত্যাদি মজুত করার কাজ চলছে৷ লড়াইয়ের প্রস্তুতি শুরু করে সদ্য নির্বাচন কমিশনে নিজের হলফনামা জমা দিয়ে নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন তৃণমূল৷ সেই তালিকা দেখলে চোখ কপালে ওঠার যোগার বিরোধীদের৷

আছে ৭০ লাখি হীরের আংটি, ‘বিত্তশালী’ মহুয়ার সম্পত্তি জানলে চমকে উঠবেননির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে মহুয়া মৈত্র জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে নগদ মাত্র ৫ হাজার টাকা৷ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে আছে ১ কোটি ৪৫ লক্ষ ১৯ হাজার ৮৭২টাকা৷ একটি গাড়ির রয়েছে তাঁর৷ বাজার মূল্য ৯ লক্ষ ৭ হাজার ৩৭৫টাকা৷ একটি হীরের আংটি রয়েছে মহুয়ার৷ যার বাজার মূল্য ৭০ লক্ষ টাকা৷

আছে ৭০ লাখি হীরের আংটি, ‘বিত্তশালী’ মহুয়ার সম্পত্তি জানলে চমকে উঠবেনসোনা রয়েছে ১৫০ গ্রাম৷ বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ টাকা৷ এছাড়াও রয়েছে রুপোর ডিনার সেট৷ রুপোর টি সেট ও অন্যান্য মূল্যবান অলঙ্কার৷ দাম ১ কোটি ১০ লক্ষ ৬৮ হাজার টাকা৷ ব্যাংক ও অমানত মিলিয়ে মহুয়ার অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৬৮ লক্ষ ৯৫ হাজার ২৫০ টাকা৷ তার মালিকানায় কোনও জমি ও বাড়ি নেই বলে নির্বাচন কমিশনের হলফনামায় জানিয়েছেন তিনি৷ নেই কোনও মামলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *