ফের নক্ষত্র পতন বাম শিবিরে, গুরুদাস দাশগুপ্তের জীবনাবসান

কলকাতা: প্রয়াত সিপিআই নেতা তথা প্রাক্তন সংসদ গুরুদাস দাশগুপ্ত৷ আজ সকালে চেতলার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৮৩ বছর৷ শ্বাসকষ্ট ও হৃদ রোগে আক্রান্ত ছিলেন৷ ফুসফুসে ছিল ক্যান্সার৷ সম্প্রতি বাইপাস করা হয়৷ একাধিক সমস্যায় ভুগছিলে তিনি৷ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুতে শোকের ছায়া বামফ্রন্টে৷ আজ তাঁর দেহ পিস হাভেনে রাখা থাকবে৷ শুক্রবার হবে

ফের নক্ষত্র পতন বাম শিবিরে, গুরুদাস দাশগুপ্তের জীবনাবসান

কলকাতা: প্রয়াত সিপিআই নেতা তথা প্রাক্তন সংসদ গুরুদাস দাশগুপ্ত৷ আজ সকালে চেতলার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৮৩ বছর৷ শ্বাসকষ্ট ও হৃদ রোগে আক্রান্ত ছিলেন৷ ফুসফুসে ছিল ক্যান্সার৷ সম্প্রতি বাইপাস করা হয়৷ একাধিক সমস্যায় ভুগছিলে তিনি৷ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুতে শোকের ছায়া বামফ্রন্টে৷ আজ তাঁর দেহ পিস হাভেনে রাখা থাকবে৷ শুক্রবার হবে শেষকৃত্য৷ গুরুদাস দাশগুপ্তের প্রয়ানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন৷

গুরুদাস দাশগুপ্ত৷ ১৯৮৫ সালে শুরু তাঁর রাজনৈতিক জীবন৷ ওই বছর প্রথম রাজ্যসভার সংসদ হন তিনি৷ ২০০১ সালে এআইটিআইসির সাধারণ সম্পাদকের পদে বসেন৷ ২০০৪ সালে পাঁশকুড়া কেন্দ্র থেকে প্রথম লোকসভায় সংসদ হিসাবে নির্বাচিত হন৷ ২০০৯ সালে ঘাটাল লোকসভা থেকে জয় ছিনিয়ে আনেন৷ স্বাস্থ্যের কারণে ২০১৭ সালে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন গুরুদাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =