ফের NRS-এ অচলাবস্থা, ইস্তফা দিলেন অধ্যক্ষ ও সুপার

কলকাতা: চার দিন ধরে NRS-এ অচলাবস্থা৷ লাটে চিকিৎসা পরিষেবা৷ দফায় দফায় অশান্তি৷ NRS-এ অচলাবস্থার দায় দিয়ে ইস্তফা দিলেন অধ্যক্ষ ও সুপার৷ স্বাস্থ্য ভবনে মেল করে তাঁরা তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন৷ আজ সন্ধ্যায় ইস্তফা দিলেন এনআরএসের অধ্যক্ষ ও সুপার৷ স্বাস্থ্যভবনে মেল করে ইস্তফা দুই আধিকারিকের৷ ইস্তফা দিলেন সুপার সৌরভ চট্টোপাধ্যায় ও অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়৷ তবে, তাঁদের

ddb0ffd3630a1a47729e0bdf14e2ff07

ফের NRS-এ অচলাবস্থা, ইস্তফা দিলেন অধ্যক্ষ ও সুপার

কলকাতা: চার দিন ধরে NRS-এ অচলাবস্থা৷ লাটে চিকিৎসা পরিষেবা৷ দফায় দফায় অশান্তি৷ NRS-এ অচলাবস্থার দায় দিয়ে ইস্তফা দিলেন অধ্যক্ষ ও সুপার৷ স্বাস্থ্য ভবনে মেল করে তাঁরা তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন৷

আজ সন্ধ্যায় ইস্তফা দিলেন এনআরএসের অধ্যক্ষ ও সুপার৷ স্বাস্থ্যভবনে মেল করে ইস্তফা দুই আধিকারিকের৷ ইস্তফা দিলেন সুপার সৌরভ চট্টোপাধ্যায় ও অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়৷ তবে, তাঁদের ইস্তফা গ্রহণ করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি৷

SSKM হাসপাতালে দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে কাজে ফেরার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর দেওয়া চার ঘণ্টা সময়সীমা পেরিয়ে যেতেই গণ ইস্তফা দেন ২০ জন চিকিৎসক৷ গণহারে ইস্তফা শুরু হতেই সিনিয়র চিকিৎসকদের চিঠি পাঠান মুখ্যমন্ত্রী৷

সিনিয়র ডাক্তারদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর চিঠি পাঠিয়ে রোগীদের যত্ন নেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ ‘দরিদ্র ও প্রত্যন্ত প্রান্তের রোগীরা হাসপাতালে আসেন৷ তাঁদের চিকিৎসা করলে সম্মানিত বোধ করব৷ হাসপাতালে অবশ্যই শান্তিপূর্ণভাবে চলা উচিত৷’ চিঠিতে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

অন্যদিকে, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা কারণ দেখিয়ে আজ ২০ জন চিকিৎসক নিজেদের ইস্তফা দিয়েছেন৷ তবে, তাঁদেক ইস্তফা গ্রহণ হয়েছে কি না জানা যায়নি৷ হাসপাতাল কর্তৃপক্ষ ২০ চিকিৎসকের ইস্তফা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেবন বলে জানা গিয়েছে৷ আজ, বিভাগিয় প্রধানের কাছে নিজেদের ইস্তফাপত্র জমা দেন  সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ জন চিকিৎসক৷

বৃহস্পতিবার দুপুরে SSKM হাসপাতালে দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চার ঘণ্টার মধ্যে পড়ুয়ারা কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার৷ মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা জুনিয়র ডাক্তারদেরর৷ গণ ইস্তফার হুঁশিয়ারি দেন জুনিয়র ডাক্তারদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *