ফের রণক্ষেত্র ভাটপাড়া, শান্তি মিছিলে পুলিশি বাঁধা

বারাকপুর: ফের রণক্ষেত্র ভাটপাড়া৷ বাম-কংগ্রেসের শান্তি মিছিলে বাঁধা পুলিশের৷ ব্যারকের্ড ভাঙার চেষ্টা বাম-কংগ্রেস কর্মী সংগঠনের৷ ঘোষপাড়া রোডে মিছিল আটকানোর চেষ্টা পুলিশের৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম-কংগ্রেস কর্মীদের৷ পুলিশি বাঁধা পেয়ে পথে বসে পড়েন কর্মীরা৷ ওঠে পুলিশের বিরুদ্ধে স্লোগান৷ এদিন ঘোষপাড়া রোড থেকে ভাটপাড়া থানা পর্যন্ত শান্তি মিছিলে ডাক দেওয়া হয় বাম ও কংগ্রেসের তরফে৷ এদিন

ফের রণক্ষেত্র ভাটপাড়া, শান্তি মিছিলে পুলিশি বাঁধা

বারাকপুর: ফের রণক্ষেত্র ভাটপাড়া৷ বাম-কংগ্রেসের শান্তি মিছিলে বাঁধা পুলিশের৷ ব্যারকের্ড ভাঙার চেষ্টা বাম-কংগ্রেস কর্মী সংগঠনের৷ ঘোষপাড়া রোডে মিছিল আটকানোর চেষ্টা পুলিশের৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম-কংগ্রেস কর্মীদের৷ পুলিশি বাঁধা পেয়ে পথে বসে পড়েন কর্মীরা৷ ওঠে পুলিশের বিরুদ্ধে স্লোগান৷

এদিন ঘোষপাড়া রোড থেকে ভাটপাড়া থানা পর্যন্ত শান্তি মিছিলে ডাক দেওয়া হয় বাম ও কংগ্রেসের তরফে৷ এদিন কোনও রাজনৈতিক দলের ব্যানার ছাড়ায় মিছিলে অংশ নেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও সোমেন মিত্র৷ মিছিল আটকানো চেষ্টা শুরু হতেই পুলিশ কমিশনার বিমান বসু ও সূর্যকান্ত মিশ্রদের সঙ্গে কথা বলেন৷

বাম-কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, কেন তাঁদের শান্তি মিছিল আটকাচ্ছে পুলিশ? পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় এই মিছিল করতে দেওয়া যাবে না৷ পরে, বাম-কংগ্রেস নেতৃত্ব থানায় ঢুকে পুলিশের সঙ্গে আলোচনায় বসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =