কোচবিহার: বাংলায় যখন তৃণমূলে ভাঙন ধরাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, ঠিক তখনই ‘ঘর ওয়াপসি’র ছবি ধরা দিল কোচবিহারে৷ বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালেন বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য-সহ কর্মীরা৷ ফলে, পঞ্চায়েত খোয়াতে বসেছে বিজেপি৷
কোচবিহার দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী জানিয়েছেন, তাঁর নেতৃত্বে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ১১জন সদস্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন৷ দলবদল করা ১১ জন জনপ্রতিনিধি তৃণমূলের টিকিটেয় জয়ী হয়েছিলেন৷ পরে ভয় দেখিয়ে বিজেপি যোগ দিতে বাধ্য হন তাঁরা৷
দলবদলের সৌজন্যে এই বিধানসভা এলাকার নয়টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে বিজেপিতে চলে যায়৷ বুধবার ‘ঘর ওয়াপসি’র মাধ্যমে ফের চারটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করল বলে দাবি করা হয়েছে শাসক দলের তরফে৷