কেরল: সপ্তদশ লোকসভা নির্বাচন মধ্যগগনে। শাসক-বিরোধী আক্রমন, পাল্টা আক্রমনে প্রতিনিয়ত তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি। ক্রমশ এমন একটা সময়ের মধ্য দিয়ে সমাজ এগোচ্ছে যেখানে ব্যক্তিগত সম্পর্কের অলিন্দেও প্রবেশ করছে রাজনীতি। নষ্ট হচ্ছে দীর্ঘদিনের বন্ধুত্ব।
হিংসার রাজনীতির বিষ বাস্প যখন প্রায় গোটা সমাজকে গ্রাস করছে তখন এক ভিন্ন ছবির সাক্ষী থাকল কেরালা এবং সোশ্যাল মিডিয়ার সৌজন্যে গোটা বিশ্ব। কেরলের রাস্তায় একটি গাড়িতে সওয়ার হয়েছেন কয়েকজন বন্ধু,”কেরালা বয়েজ”। ভিন্ন রাজনৈতিক মনোভাবাপন্ন হয়েও গাইছেন জীবনের তথা বন্ধুত্বের জয়গান।
কেউ মোদীর সমর্থক, অন্যজন রাহুল এবং অপরজন বামেদের। তবে রাজনীতির এই মত পার্থক্য আঁচ ফেলতে পারেনি তাদের ব্যক্তিগত সম্পর্কে। একই গাড়িতে তিনটি রাজনৈতিক দলের পতাকা। বিজেপি, কংগ্রেস, আর বামেদের। তারা ভিন্ন রাজনৈতিক মনোভাবাপন্ন হলেও বন্ধুত্বে যে তার ছাপ পড়েনি তা স্পষ্টতই বোঝা যাচ্ছে।