সুপ্রিম ‘রাম’ রায়ে মমতার কলমে ‘না বলা’ শব্দ! ভাইরাল ব্যাঙ্গচিত্র

কলকাতা: অযোধ্যা মামলার রায় নিয়ে যখন এদেশ থেকে বিদেশ, পক্ষ থেকে বিপক্ষ সবক্ষেত্র থেকেই একের পর এক প্রতিক্রিয়ার ছয়লাপ৷ তখন বিস্ময়করভাবেই সকলের নজর কেড়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর থেকে বিকেল গড়িয়ে রাত পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি৷ এর মধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি-র রাজ্যসভাপতির প্রতীক্ষার

সুপ্রিম ‘রাম’ রায়ে মমতার কলমে ‘না বলা’ শব্দ! ভাইরাল ব্যাঙ্গচিত্র

কলকাতা: অযোধ্যা মামলার রায় নিয়ে যখন এদেশ থেকে বিদেশ, পক্ষ থেকে বিপক্ষ সবক্ষেত্র থেকেই একের পর এক প্রতিক্রিয়ার ছয়লাপ৷ তখন বিস্ময়করভাবেই সকলের নজর কেড়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর থেকে বিকেল গড়িয়ে রাত পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি৷ এর মধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি-র রাজ্যসভাপতির প্রতীক্ষার বাধ ভেঙেছে৷ তিনি সরাসরি এ নিয়ে প্রশ্নও তুলেছেন৷ কিন্তু তা নিয়েও কোনও উচ্চবাচ্য নেই৷ অবশেষে মিলেছে সেই প্রতিক্রিয়া৷ তবে সেখানে না আছে অযোধ্যা, না আছে কোনও রাজনীতি৷ এমনকি নেই কোনও পক্ষপাতিত্ব৷ আছে কিছু স্বভাবোচিত ভাবাবেগ৷ যা সবটাই লেখনীতে৷ সবটাই ‘না বলা’৷

সুপ্রিম ‘রাম’ রায়ে মমতার কলমে ‘না বলা’ শব্দ! ভাইরাল ব্যাঙ্গচিত্র

আর মুখ্যমন্ত্রীর ‘না বলা’ মন্তব্যকে হাতিয়ার করে সোশ্যাল দুনিয়ায় ঝাঁপিয়ে পড়েছে সিপিএম৷ ফেসবুক পেজে একটি ব্যাঙ্গচিত্র প্রকাশ করেছে CPIM West Bengal৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ব্যাঙ্গচিত্র ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷

সুপ্রিম ‘রাম’ রায়ে মমতার কলমে ‘না বলা’ শব্দ! ভাইরাল ব্যাঙ্গচিত্র

তৃণমূলের নীরবতা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতির শনিবার মন্তব্য করেন, যখনই জাতি বা সমাজের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে কোনো পরিস্থিতি তৈরি হয় তখনই হয় চুপ করে থাকে, নয়তো বিরোধীতা করে শাসকদল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *