কলকাতা: অযোধ্যা মামলার রায় নিয়ে যখন এদেশ থেকে বিদেশ, পক্ষ থেকে বিপক্ষ সবক্ষেত্র থেকেই একের পর এক প্রতিক্রিয়ার ছয়লাপ৷ তখন বিস্ময়করভাবেই সকলের নজর কেড়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷
সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর থেকে বিকেল গড়িয়ে রাত পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি৷ এর মধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি-র রাজ্যসভাপতির প্রতীক্ষার বাধ ভেঙেছে৷ তিনি সরাসরি এ নিয়ে প্রশ্নও তুলেছেন৷ কিন্তু তা নিয়েও কোনও উচ্চবাচ্য নেই৷ অবশেষে মিলেছে সেই প্রতিক্রিয়া৷ তবে সেখানে না আছে অযোধ্যা, না আছে কোনও রাজনীতি৷ এমনকি নেই কোনও পক্ষপাতিত্ব৷ আছে কিছু স্বভাবোচিত ভাবাবেগ৷ যা সবটাই লেখনীতে৷ সবটাই ‘না বলা’৷
আর মুখ্যমন্ত্রীর ‘না বলা’ মন্তব্যকে হাতিয়ার করে সোশ্যাল দুনিয়ায় ঝাঁপিয়ে পড়েছে সিপিএম৷ ফেসবুক পেজে একটি ব্যাঙ্গচিত্র প্রকাশ করেছে CPIM West Bengal৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ব্যাঙ্গচিত্র ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷
তৃণমূলের নীরবতা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতির শনিবার মন্তব্য করেন, যখনই জাতি বা সমাজের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে কোনো পরিস্থিতি তৈরি হয় তখনই হয় চুপ করে থাকে, নয়তো বিরোধীতা করে শাসকদল৷