মুখ্যমন্ত্রীর গাড়ি রুখে কান্না মহিলার, ‘ছেলেকে বাঁচান দিদি!’

কলকাতা: বৃহস্পতিবার রাতে কচুয়ায় লোকনাথ ধামে দুর্ঘটনায় আহত ও নিহতদের দেখতে শুক্রবার সকালে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা বলেছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে৷ ঘোষণা করেন মোটা অংকের ক্ষতিপূরণ৷ আহত ও নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী যখন হাসপাতাল ছাড়ছেন, সেই সময়ই এক মহিলা মুখ্যমন্ত্রীর গাড়ি রুখে দাঁড়িয়ে পড়েন৷ ছুটতে ছুটতে এসে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে

মুখ্যমন্ত্রীর গাড়ি রুখে কান্না মহিলার, ‘ছেলেকে বাঁচান দিদি!’

কলকাতা: বৃহস্পতিবার রাতে কচুয়ায় লোকনাথ ধামে দুর্ঘটনায় আহত ও নিহতদের দেখতে শুক্রবার সকালে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা বলেছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে৷ ঘোষণা করেন মোটা অংকের ক্ষতিপূরণ৷ আহত ও নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী যখন হাসপাতাল ছাড়ছেন, সেই সময়ই এক মহিলা মুখ্যমন্ত্রীর গাড়ি রুখে দাঁড়িয়ে পড়েন৷

ছুটতে ছুটতে এসে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বলতে থাকেন, দিদি একটা কথা ছিল৷ মুখ্যমন্ত্রী নিরাপত্তা কর্মীরা ওই মহিলাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে মুখ্যমন্ত্রী তাঁকে কাছে আসতে নির্দেশ দেন৷ মহিলা মমতার গাড়ির কাছে গিয়ে জানান, কচুয়ায় দুর্ঘটনায় তাঁর ছেলের একটি পা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ চিকিৎসার জন্য একটি যন্ত্র প্রয়োজন৷ কিন্তু সেই যন্ত্র কোথাও খুঁজে পাচ্ছেন না৷ এই কথা শুনে মুখ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন৷ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যাতে তাঁর ছেলের চিকিৎসা ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়৷ এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ওই মহিলাকে নিয়ে চলে যান৷

জানা গিয়েছে, সুমিত্রা মুখোপাধ্যায় নামের ওই মহিলা ছেলে কচুয়াতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হন৷ তাঁর বাঁ পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে৷ বাদ পড়ে যেতে পারে বলেও আশঙ্কা করেন ওই মহিলা৷ এদিন কোনও উপায় না পেয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হন তিনি৷ মুখ্যমন্ত্রী তাঁর সমস্যা সমাধানের আশ্বাস দেন৷ যোগাযোগ করিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *