যে ভাবে ইভিএম কব্জা করে এবার ক্ষমতায় এসেছে বিজেপি, সেভাবেই চলে যাবে’

কলকাতা: রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান মঞ্চ থেকেও বিজেপিকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘যে ভাবে ইভিএম কব্জা করে এবার ক্ষমতায় এসেছে, সেভাবেই চলে যাবে একদিন। ভয় পাওয়ার কিছু নেই। যে ভয় পায় না, সেই লড়াই করে জেতে৷’’ তিনি জানিয়েছেন, কখনও কখনও সূর্যের তেজ অসহনীয় মনে হয়৷ পরে আবার তা কমে যায়৷ ঠিক সেভাবেই ইভিএমে

যে ভাবে ইভিএম কব্জা করে এবার ক্ষমতায় এসেছে বিজেপি, সেভাবেই চলে যাবে’

কলকাতা: রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান মঞ্চ থেকেও বিজেপিকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘যে ভাবে ইভিএম কব্জা করে এবার ক্ষমতায় এসেছে, সেভাবেই চলে যাবে একদিন। ভয় পাওয়ার কিছু নেই। যে ভয় পায় না, সেই লড়াই করে জেতে৷’’

তিনি জানিয়েছেন, কখনও কখনও সূর্যের তেজ অসহনীয় মনে হয়৷ পরে আবার তা কমে যায়৷ ঠিক সেভাবেই ইভিএমে কারসাজি করে যারা ক্ষমতায় এসেছে, তারাও চলে যাবে একদিন৷ এই দেশটা সবার৷ এটা মহান দেশ৷  বলেন, যেভাবে আপনারা সমর্থন করেছেন, পাশে দাঁড়িয়েছেন, তাতে বাংলা আপনাদের কাছে কৃতজ্ঞ৷ আগামীতেও সঙ্গে থাকুন৷ দেখবেন সব প্রতিকূলতা সরিয়ে লড়াইয়ে আমরাই জিতব৷ ইনসাফ মিলবেই৷ এদিন ঈদের জমায়েত উপস্থিত থেকে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার বিষয়টি সোশ্যাল মিডিয়াতেও ছবি-সহ পোস্ট করেছেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =