বনগাঁ পুরসভায় আস্থা ভোট মামলায় মুখ পুড়ল রাজ্যের, ক্ষুব্ধ বিচারপতি

কলকাতা: বনগাঁ পুরসভায় আস্থা ভোট মামলা রাজ্যের শাসকদল ও পুলিশকে কাটগড়ায় তুলে তীব্র সমালোচনা কলকাতা হাইকোর্টের বিপারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার আস্থা ভোট ঘিরে যা হতে তা অনভিপ্রেত৷ গোটা ঘটনার দায় বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে নিতে হবে বলেও মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির৷ একই সঙ্গে শাসক দল ও রাজ্য সরকারের পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি৷ ভরা এজলাসে

বনগাঁ পুরসভায় আস্থা ভোট মামলায় মুখ পুড়ল রাজ্যের, ক্ষুব্ধ বিচারপতি

কলকাতা: বনগাঁ পুরসভায় আস্থা ভোট মামলা রাজ্যের শাসকদল ও পুলিশকে কাটগড়ায় তুলে তীব্র সমালোচনা কলকাতা হাইকোর্টের বিপারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার আস্থা ভোট ঘিরে যা হতে তা অনভিপ্রেত৷ গোটা ঘটনার দায় বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে নিতে হবে বলেও মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির৷ একই সঙ্গে শাসক দল ও রাজ্য সরকারের পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি৷

ভরা এজলাসে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় জানান, মঙ্গলবার বনগাঁ পুরসভার আস্থা ভোট নিয়ে যা হয়েছে তা গোটা রাজ্যের মানুষ দেখেছে৷ এই ঘটনা অনভিপ্রেত৷ যা হতে তা পুরসভার চেয়ারম্যান ও তাঁর অনুগামীদের জন্য হয়েছে৷ এই ঘটনার দায় চেয়ারম্যানকে নিতে হবে৷  পুলিশ রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছে, এটাই আজ পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র৷  এরপরই দলবদল করা বনগাঁ পুরসভার ১১ কাউন্সিলরকেও কটাক্ষ কেন বিচারপতি৷ বলেন, মানুষ ভোট দিয়ে এঁদের নির্বাচন করে৷ তারপর এরা দলবদল করে৷ এরা কীভাবে ভারত গড়বে?

বনগাঁ পুরসভায় আস্থা ভোটে অশান্তি নিয়ে আজ সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি কাউন্সিলররা৷  গতকাল আস্থা ভোটে আদালতের নির্দেশ উপেক্ষা করে অশান্তি হয়৷ পুরসভায় ঢুকতে পারেননি বিজেপি কাউন্সিলররা৷ পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের৷ আদালতে অভিযোগ জানান বিজেপি কাউন্সিলররা৷ আবেদন করলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে, জানিয়ে দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ ওই আবেদনের ভিত্তিতে মামলার শুনানি শুরু হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *