আজ বিকেল: সুচিত্রা উত্তম শুধু বাঙালির ম্যাটিনি আইডল নন, এখনও সুচিত্রা সেনের নামে মানুষ থমকে দাঁড়ায়। বর্তমানের অভিনেত্রীরা তাঁর নামের পাশে ঠাঁই পান না আজও। এবার সেই মাকে ভরসা করে ভোট বৈতরণী পেরোতে চাইলেন মেয়ে তথা একদা ফিল্ম ইন্ডাস্ট্রির গ্লামার ক্যুইন মুনমুন সেন।
এদিন নতুন নির্বাচনী কেন্দ্র আসানসোলে গিয়ে মাকেই স্মরণ করলেন মিসেস দেববর্মা। তিনি বলেন, আসানসোল বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, মায়ের আত্মার শান্তির জন্য জোড়াফুলকে ভোটটা দিন। টাকাপয়সা কিছুই চাই না, যা পাব সব এখানকার বাসিন্দাদের উন্নয়নের কাজে দিয়ে দেব। শুধু ভোটটা তৃণমূলকে দিন। আমার মায়ের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট চাইছি।
এমনিতেই জেতা কেন্দ্র বাঁকুড়াতে এবার ভোটে দাঁড়ানোর সুযোগ পাননি সুচিত্রা কন্যা, প্রাণে ধরে সেখানে মুনমুনকে ফের টিকিট দেওয়ার সাহস দেখাননি দলনেত্রী। হয়তো তাঁকে টিকিটও দিতেন না, কিন্তু প্রার্থী তালিকা নির্বাচনের সময় মহানায়িকার মুখটি ভেসে উঠতেই আর মুনমুনকে বাদ দিতে পারলেন না। তাই হেরে যাওয়া আসানসোলের ভার দিলেন মুনমুনকে। আর সুচিত্রা কন্যা যিনি গত পাঁচবছরে ঠিকভাবে বাঁকুড়ায় গিয়ে উঠতে পারেননি। তাই আসানসোলে জয় পেতে মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। মায়ের নাম করে ভোটটাও চেয়ে নিলেন। কিন্তু বিজেপির দখলে থাকা আসানসোলে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে, তায় গত পাঁচ বছরের বাবুলের কাজের প্রতিক্রিয়া, সবমিলিয়ে তৃণমূলের জন্য বেশ শক্ত ঘাঁটি আসানসোল। অন্যদিকে মুনমুন সেন মায়ের নামে ভোট চাওয়ায় নিন্দায় মুখর বিজেপি। তাদের কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আর কেউ ভোট দেবে না বলে মহানায়িকাকে হাতিয়ার করছে তৃণমূল।