কলকাতা: চলছে অশান্তি৷ চড়ছে গরম৷ লাফিয়ে বাড়ছে ভোটের হার৷ প্রবল গরমের মধ্যেও শেষ দফার ভোটে বিকেল ৩টে পর্যন্ত বাংলায় ভোটদানের হার গড়ে ৬৩ শতাংশের বেশি৷ বেলা একটা পর্যন্ত পশ্চিমবঙ্গের ন’টি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৬৩.৫৭ শতাংশ৷
দমদমে ভোট পড়েছে ৬৫.২৪ শতাংশ৷ বারাসতে ৬৫.৩৮ শতাংশ, বসিরহাটে ৬৯.৮৯ শতাংশ, জয়নগরে ৬৩.৯৯ শতাংশ, মথুরাপুর ৬৯.৩৯ শতাংশ, ডায়মণ্ডহারবার ৬৩.৯৬ শতাংশ, যাদবপুর ৬০.৫৯ শতাংশ, কলকাতা দক্ষিণে ৫৮.৬৬ শতাংশ এবং কলকাতা উত্তরে ৫৪.৯৯ শতাংশ।
রাজ্যের যে কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ চলছে, তার সবকটিতেই কমবেশি অশান্তি হয়েছে। বোমাবাজি হয়েছে কলকাতাতেও। তার সঙ্গে রয়েছে গরমের কষ্ট. চড়া রোদের থেকেও ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছেন ভোটকর্মীরা। তার মধ্যেই ভোটদানের হার যথেষ্ট আশাব্যঞ্জক। যদিও কলকাতার দুই কেন্দ্র ভোটদানের হারের দিক থেকে যথারীতি পিছিয়েই রয়েছে।