স্কুলের পোশাক বরাতে দুর্নীতির অভিযোগ, তুঙ্গে বিতর্ক

আলিপুরদুয়ার: মিড ডে মিলের দুর্নীতির পর এবার স্কুল পড়ুয়াদের পোশাকের বরাত নিয়ে উঠল কেলেঙ্কারি৷ স্বনির্ভর গোষ্ঠী ও সংঘের বিবাদ এখন প্রকাশ্যে৷ স্কুল পড়ুয়াদের পোশাক ঘিরে তৈরি হয়েছে নয় বিতর্ক৷ গতবছর পোশাক তৈরির কাজ মেলায় ন্যূনতম লাভের মুখ দেখেছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা৷ কিন্তু, এবছর পোশাক সরবরাহ সংঘের মাধ্যমে হওয়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিপাকে পড়েছেন৷ স্বনির্ভর গোষ্ঠীর

স্কুলের পোশাক বরাতে দুর্নীতির অভিযোগ, তুঙ্গে বিতর্ক

আলিপুরদুয়ার: মিড ডে মিলের দুর্নীতির পর এবার স্কুল পড়ুয়াদের পোশাকের বরাত নিয়ে উঠল কেলেঙ্কারি৷ স্বনির্ভর গোষ্ঠী ও সংঘের বিবাদ এখন প্রকাশ্যে৷ স্কুল পড়ুয়াদের পোশাক ঘিরে তৈরি হয়েছে নয় বিতর্ক৷

গতবছর পোশাক তৈরির কাজ মেলায় ন্যূনতম লাভের মুখ দেখেছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা৷ কিন্তু, এবছর পোশাক সরবরাহ সংঘের মাধ্যমে হওয়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিপাকে পড়েছেন৷ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, আসলে এই ব্যবস্থার আড়ালে নানান সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেওয়া হচ্ছে৷

স্কুল পোশাকের দুর্নীতির অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতে৷ প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কমপক্ষে ৩০০টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে৷ অঙ্কের হিসাবে ১১টি গ্রাম পঞ্চায়েতে ৩৩০০ গোষ্ঠী আছে৷ গত বছর স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পোশাক সরবরাহের বরাদ্দ দেওয়া হয়৷ কিন্তু এবার সংঘের মাধ্যমে সেই বরাদ্দের অভিযোগ তুলেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা৷

জানা গিয়েছে, পাঁচ জন বা তার বেশি মহিলাদের নিয়ে একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়৷ একটি গ্রাম পঞ্চায়েতের ৩৩০০ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ১৬ হাজার মহিলা পেতেন৷ এবার প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে ৫ জন মহিলাকে মনোনীত করে করেছে পঞ্চায়েত প্রধান৷ ১১টি ব্লকে মোট ৫৫ জন মনোনীত সদস্য গোটা বিষয়টি দেখভাল করছেন৷
গতবারে যেখানে ৩৩০০টি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে প্রায় সাড়ে ১৬ হাজার মহিলা কাজ পেয়েছিলেন, সেখানে চলতি বছরে মাত্র ৫০ জন মহিলার দ্বারা সমস্ত কাজ করা হচ্ছে৷ আর এই নিয়ে উঠছে প্রশ্ন৷ গতবারের একটি ছাত্রের দুটি পোশাকের জন্য সরকারি বরাদ্দ ছিল ৪০০ টাকা৷ এবার তা বেড়ে করা হয়েছে ৬০০ টাকা কর হলে বঞ্চিত হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *