ফের তৃণমূলের পুরসভায় অনাস্থা ১২ তৃণমূল কাউন্সিলরের

বসিরহাট: হালিশহর কিংবা বনগাঁ৷ এবার সেই তালিকায় নাম তুলল বসিরহাটও৷ বসিরহাট পুরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বিরুদ্ধে এবার অনাস্থা আনলেন তৃণমূলেরই ১২ কাউন্সিলর৷ ২৩ আসনের এই পুরসভায় ১৬ আসন তৃণমূলের দখলে৷ কিন্তু, তার পরও ১২ জন তৃণমূল কাউন্সিলর সোমবার সকালে বসিরহাট পুরসভার মহকুমাশাসকের কাছে চেয়ারম্যান তপনকুমার সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছেন৷ ক্ষুব্ধ তৃণমূলের কাউন্সিলরদের অভিযোগ,

ba8b7888eefe4ae4088193d97d572c7f

ফের তৃণমূলের পুরসভায় অনাস্থা ১২ তৃণমূল কাউন্সিলরের

বসিরহাট: হালিশহর কিংবা বনগাঁ৷ এবার সেই তালিকায় নাম তুলল বসিরহাটও৷ বসিরহাট পুরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বিরুদ্ধে এবার অনাস্থা আনলেন তৃণমূলেরই ১২ কাউন্সিলর৷ ২৩ আসনের এই পুরসভায় ১৬ আসন তৃণমূলের দখলে৷ কিন্তু, তার পরও ১২ জন তৃণমূল কাউন্সিলর সোমবার সকালে বসিরহাট পুরসভার  মহকুমাশাসকের কাছে চেয়ারম্যান তপনকুমার সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছেন৷

ক্ষুব্ধ তৃণমূলের কাউন্সিলরদের অভিযোগ, উন্নয়নে পিছিয়ে বসিরহাট৷ তবুও, প্রকল্পের টাকা ফেরত যাচ্ছে  পুরপ্রধানের কারণে৷ পুরপ্রধান দলীয় কাউন্সিলর ও সিআইসি সদস্যদের সঙ্গে কোনও পরামর্শ না করেই কাজ করেন৷ ফলে উন্নয়ন হয় না এলাকায়৷ তাই বাধ্য হয়েই তাঁরা পুরপ্রধান তপনকুমার সরকারকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব নিয়ে এলেন বলে দাবি তাঁদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *