তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভায় অনাস্থ আনল তৃণমূলই

বনগাঁ: নজিরবিহীন৷ এবার তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভায় অনাস্থা আনল তৃণমূল কাউন্সিলরদের একাংশ৷ বেশ কয়েকজন কাউন্সিলর পুরপ্রধান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা এনেছেন বলছে বলে খবর৷ দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে, দাবি পুরপ্রধান ঘনিষ্ঠ নেতার৷ তৃণমূল সূত্রে খবর, শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা এনেছে পুরসভার তৃণমূলের ১১ জন কাউন্সিলর৷ তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন

তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভায় অনাস্থ আনল তৃণমূলই

বনগাঁ: নজিরবিহীন৷ এবার তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভায় অনাস্থা আনল তৃণমূল কাউন্সিলরদের একাংশ৷ বেশ কয়েকজন কাউন্সিলর পুরপ্রধান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা এনেছেন বলছে বলে খবর৷ দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে, দাবি পুরপ্রধান ঘনিষ্ঠ নেতার৷

তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভায় অনাস্থ আনল তৃণমূলইতৃণমূল সূত্রে খবর, শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা এনেছে পুরসভার তৃণমূলের ১১ জন কাউন্সিলর৷ তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন কাউন্সিলরদের একাংশ৷ ২২ আসনের এই পুরসভায় দুটি আসন রয়েছে বিরোধীদের৷ ২০টি আসন রয়েছে তৃণমূলের দখলে৷ কাউন্সিলারদের দাবি, লোকসভা নির্বাচনে পরাজয়ের পর দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই মতোই আজ অনাস্থা প্রস্তাব পেশ করা হয় মহকুমা শাসকের বিরুদ্ধে৷ যদিও এই পুরপ্রধানের বিরুদ্ধে সীমান্ত শহরের বাসিন্দাদের একাধিক অভিযোগ রয়েছে৷ জোর করে দখলদারির রাজনীতি-সহ বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে৷

কাউন্সিলরদের দাবি, তাঁরা তৃণমূলেই আছেন৷ তৃণমূলেই থাকবেন৷ কিন্তু, বর্তমান পুরপ্রধানের নেতৃত্ব আর মানবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *