হাওড়া: চাষির বেশে উলুবেড়িয়া থেকে ট্রাক্টর চালিয়ে হাওড়ায় এসে বুধবার মনোনয়নপত্র দাখিল করলেন উলুবেড়িয়া লোকসভার বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। ‘হীরকজয়ন্তী’ সিনেমার ‘হিরু’ এদিন মনোনয়নপত্র দাখিল করতে এসে বলেন, আমি গ্রামাঞ্চল থেকে প্রার্থী হয়েছি।
চাষই এই এলাকার প্রধান জীবিকা। তাই আমি এই পোশাকে মনোনয়নপত্র দাখিল করতে এসেছি। তবে উলুবেড়িয়া থেকে এই প্রচণ্ড গরমে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা ট্রাক্টর চালিয়ে হাওড়া উড়ালপুলের নীচে এসে কিছুটা অসুস্থ বোধ করেন এই অভিনেতা বিজেপি প্রার্থী। তাই তাঁকে টোটোয় করে জেলাশাসকের দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি (গ্রামীণ) অনুপম মল্লিক। এদিন মনোনয়নপত্র দাখিল করে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, হীরক জয়ন্তী সিনেমা খুবই জনপ্রিয় হয়েছিল। কিন্তু, ওই সিনেমা দেখতে যত সংখ্যক মানুষ রাস্তায় নেমেছিলেন, তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ আমাকে এখন সমর্থন করছেন। তাই আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।