বিজেপির শীর্ষকে ১ হাজার ৮০০ কোটি টাকা ঘুষের অভিযোগ

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বিজেপির শীর্ষ নেতাদের ১৮০০ কোটি টাকার ঘুষ দিয়েছেন। এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে কংগ্রেস। একটি ইংরেজি ম্যাগাজিনে প্রকাশিত খবরের ভিত্তিতে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা শুক্রবার বলেন, কন্নড় ভাষায় নিজের হাতে লেখা কর্নাটক বিধানসভার ডায়েরিতে ইয়েদুরাপ্পা ঘুষের বিস্তারিত রিপোর্ট দিয়েছেন। বিজেপির কেন্দ্রীয় কমিটিকে ইয়েদুরাপ্পা দিয়েছেন হাজার কোটি। অরুণ জেটলি ও নীতীন

বিজেপির শীর্ষকে ১ হাজার ৮০০ কোটি টাকা ঘুষের অভিযোগ

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বিজেপির শীর্ষ নেতাদের ১৮০০ কোটি টাকার ঘুষ দিয়েছেন। এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে কংগ্রেস। একটি ইংরেজি ম্যাগাজিনে প্রকাশিত খবরের ভিত্তিতে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা শুক্রবার বলেন, কন্নড় ভাষায় নিজের হাতে লেখা কর্নাটক বিধানসভার ডায়েরিতে ইয়েদুরাপ্পা ঘুষের বিস্তারিত রিপোর্ট দিয়েছেন। বিজেপির কেন্দ্রীয় কমিটিকে ইয়েদুরাপ্পা দিয়েছেন হাজার কোটি। অরুণ জেটলি ও নীতীন গদকরিকে দিয়েছেন ১৫০ কোটি টাকা। রাজনাথ সিংকে দিয়েছেন ১০০ কোটি টাকা। লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর যোশীকে ৫০ কোটি করে টাকা দিয়েছেন।

এমনকী, গদকরির ছেলের বিয়েতে ১০ কোটি টাকা দেওয়ার কথাও লেখা রয়েছে ওই ডায়েরিতে। সূর্যেওয়ালা জানান, মোদি ছাড়াও নাম রয়েছে বিচারক ও আইনজীবীদেরও। এই ডায়েরি ২০১৭ সাল থেকে আয়কর দফতরের কাছে রয়েছে। সূর্যেওয়ালা ওই ম্যাগাজিনকে উদ্ধৃত করে জানান, ২৬৯০ কোটি টাকা ইয়েদুরাপ্পার কাছে চাওয়া হয়েছিল। সেইসময় কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন ইয়েদুরাপ্পা।

কংগ্রেসের বক্তব্য, এই অভিযোগ মিথ্যা হলে আয়কর দফতর কেন তার তদন্ত করেনি? তিনি লোকপালের তদন্তের দাবি তুলেছেন। অন্যদিকে, বিজেপির পক্ষে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ভুয়ো নথির ভিত্তিতে কংগ্রেস এই অভিযোগ এনেছে। ইয়েদুরাপ্পা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আয়কর দফতর এই নথিকে জাল বলে জানিয়েছে। ভোটের আগে কংগ্রস ফায়দা তোলার জন্যই এসব বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =