কলকাতা: ছোট থেকে বড়৷ সমস্ত নিউজ চ্যালেন কিংবা নিউজ পোর্টাল৷ কোনও সংবাদমাধ্যমই বাদ রাখেনি ‘দিদিকে বলো’র মাধ্যমে সেরা ৩টি ভিডিও পাবে আকর্ষণীয় পুরস্কার! কিন্তু, আদতে কী সত্যিই এমন কোনও পোস্ট করা হয়েছিল ‘দিদিকে বলো’ ফেসবুক, টুইটার পেজে?
সোশ্যাল মিডিয়া তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া গেল না আকর্ষণীয় পুরস্কার দেওয়ার ‘দিদিকে বলো’র ঘোষণা৷ শুক্রবার দুপুরে ‘দিদিকে বলো’র মাধ্যমে পুরস্কার দেওয়ার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেখানে উল্লেখ করা হয়, ৩ দিনের মধ্যে ‘দিদিকে বলো’র মাধ্যমে ২ লক্ষের বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন৷ নিজেদের মতামত তাঁরা জানিয়েছেন৷ ওই পোস্টে ‘দিদি’কে মতামত জানানোর পাশাপাশি একটি ভিডিও করে হোয়াটসঅ্যাপ করতে বলা ৬৩০৯৯৫৭৬১০ এই নম্বরে৷ কিন্তু, ওই পোস্ট ভাইরাল হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উধাও পোস্ট৷ যে হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও পাঠাতে বলা হয়েছিল, সেই নম্বরটি দিয়ে ফেসবুক কিংবা টুইটারে সার্চ করেও মেলেনি ‘দিদিকে বলো’র কোন পোস্ট৷ তবে, দুই ব্যক্তির পোস্টের সঙ্গে মিল পাওয়া গেলেও তা যে ‘দিদিকে বলো’ পেজ থেকে শোয়ার করা হয়েছে তা নয়৷ ‘send your videos on 6309957610 and let us konw YOUR views about ‘Didi Ke Bolo’ initiative?’ এই লেখাটি দিয়ে সার্ট করেও মেলেনি পোস্ট৷
অথচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে সাফ লেখা রয়েছে, ‘দিদিকে বলো’র মাধ্যমে ভিডিও পাঠালে সেরা তিনটি ভিডিও পাবে উপহার৷
ছবির ডান দিকের উপরে ‘পিন টু টপ’ চিহ্ন দেখা গেলেও ‘দিদিকে বলো’ ফেসবুক ও টুইটার পোস্টের শীর্ষে রয়েছে অন্য একটি ভিডিও৷ গোটা পোজ খুঁজেও পাওয়া যায়নি পোস্ট৷ তবে, এখানেই শেষ নয়, কোনও সংবাদমাধ্যম ওই পোস্টটির ‘এমবেট লিঙ্ক’ প্রকাশ করতে পারেনি৷ অথচ ফলাও করে খবর প্রকাশ করে দিয়েছে৷ ফলে পোস্টের বিশ্বাস যোগাত্য নিয়েও রয়েছে ধোঁয়াশা৷ আদৌও ওই পোস্টটি ‘দিদিকে বলো’র তরফে দেওয়া হয়েছিল কি না, তা কোনও প্রমাণ সোশ্যাল দুনিয়ায় পাওয়া যায়নি৷ এমনকী, আজ ৭টা ৪১ পর্যন্ত ‘দিদিকে বলো’র ফেসবুক ও টুইটারে ১১টি পোস্টের মধ্যেও পাওয়া যায়নি পুরস্কর দেওয়ার কোনও পোস্ট৷
তবে, এটা ঠিক সেরা ৩টি ভিডিওকে পুরস্কৃত দেওয়ার ঘোষণা না পাওয়া গেলেও সোশ্যাল মিডিয়ায় ‘আমার গর্ব মমতা’ বলেও আরও একটি নয়া উদ্যোগ নিয়েছে ঘাসফুল শিবির৷ তাতে তৃণমূল নেত্রীকে নিয়ে গর্ব অনুভব করেলে মন্তব্য করতে বলা হয়েছে৷ তবে, প্রশ্ন উঠছে কারা ছড়াও পুরস্কার দেওয়ার পোস্ট? পোস্টটি কি ভুয়ো? নাকি, পুরস্কারের টোপ দিয়ে কাজ হাসিলের চেষ্টা? উত্তর খুঁজছে নেটিজেনদের একাংশ৷